বাড়ছে মেট্রো ভাড়া! আগামী সপ্তাহ থেকে ব্লু লাইনে মেট্রোর ভাড়া বাড়ছে। তবে সব পরিষেবার জন্য টিকিটের মূল্য বাড়বে না। দাম বাড়ছে শেষ মেট্রোর টিকিটের।
কলকাতা রেলওয়ে সূত্রের খবর থেকে জানা যায়, রাত ১০টা ৪০ মিনিটে দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ে দিনের শেষ মেট্রো। এতদিন ভাড়াও ছিল বাকি মেট্রোগুলির মতোই।এই পরিষেবা চালাতে বিপুল লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই ক্ষতি পূরণ করতেই এবার ১০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হল। অর্থাৎ দমদম থেকে শোভাবাজার পর্যন্ত ১০ টাকা ভাড়া দিতে হত। এবার দিনের শেষ মেট্রোয় চড়লে যাত্রীদের এই দূরত্ব পার করতে ২০ টাকা ভাড়া দিতে হবে। ১৫, ২০ এবং ২৫ টাকা ভাড়ার ক্ষেত্রেও একইভাবে বাড়বে ভাড়া।
গত সোমবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, একেকটি ট্রিপ চালাতে মেট্রোর খরচ পড়ে ১ লক্ষ ৩৫ হাজার টাকা। অর্থাৎ দুটি মেট্রোয় ২ লক্ষ ৭০ হাজার। সেই সঙ্গে আরও অন্যান্য খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা খরচ হয়। অর্থাৎ ওই মেট্রোটি চালাতে গিয়ে কর্তৃপক্ষের ৩ লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়। আর আয় হয় মাত্র ছ হাজার টাকা। সেই ক্ষতি পূরণ করতেই এবার ভাড়া বাড়াচ্ছে কর্তৃপক্ষ। দমদম ও নিউ গড়িয়া থেকে শেষ মেট্রো ছাড়তে শুরু করে রাত ১০টা ৪০ মিনিটে। তার আগের মেট্রো ছাড়ে রাত ৯টা ৪০-এ। শেষ মেট্রোর সময় খোলা থাকে না টিকিট কাউন্টার। শুধুমাত্র স্মার্ট কার্ড এবং UPI পেমেন্ট মোডে টিকিট কেটে যাতায়াত করে থাকেন মেট্রো যাত্রীরা। ভাড়া বাড়লেও যাত্রীদের স্মার্ট কার্ড এবং UPI পেমেন্ট মোডে টিকিট কেটে যেতে হবে।