পুষ্পা ২ ঘিরে তুঙ্গে উন্মাদনা। প্রথম দিনেই সিনেমা দেখতে ভিড় উৎসুক জনতার। প্রথম দিনের স্ক্রিনিং-এ উপচে পড়ে ভিড়৷ হাউজফুল সিনেমা হল। সেই উন্মাদনার জেরেই বুধবার সন্ধ্যায় ঘটে গেল বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩৫ বছরের এক মহিলার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁর ৯ বছরের ছেলে। ঘটনাটি হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে।
পুলিশ সূত্রে খবর, সেই দিন আল্লু অর্জুনকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায়৷ থিয়েটারের বাইরে তৈরি হয় চরম বিশৃঙ্খলা৷ সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদকে নিয়ে স্ক্রীনিংয়ের জন্য হায়দরাবাদের ওই থিয়েটারে এসেছিলেন তিনি।গতকাল সন্ধেয় হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রিমিয়ারে জমজমাট ভিড় ছিল। কিছুক্ষণেই আরও দর্শকের সমাগম হয়। ভিড়ের চাপে থিয়েটারের প্রধান দরজা ভেঙে গিয়েছে৷ ভিড় নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ৷ শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা সত্ত্বেও, ধাক্কাধাক্কির চোটে মাটিতে পড়ে যান ওই মহিলা ও তাঁর ছেলে৷ সেই সময়অ পদপিষ্ট হন তিনি।গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই মহিলার ছেলেকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যেখানেই চিকিৎসা চলছে তার৷
৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
উলেখ্য, হাজার হাজার দর্শকের ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। তাতেই ঘটে বিপত্তি। লাঠির বাড়ি থেকে পালিয়ে বাঁচার সময় পদপিষ্টের ঘটনাটি ঘটে। ভিড়ের মধ্যে পদপিষ্ট হন যুবতী ও তাঁর সন্তান। দু'জনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যুবতীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তাঁর নাবালক সন্তান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, হলের বাইরে তুমুল বিশৃঙ্খলার মধ্যে মূল ফটক ভেঙে পড়ে। সেই সময় আল্লু অর্জুন প্রেক্ষাগৃহের ভিতরে ছিলেন ৷ তাঁর এবং অনান্য কলাকুশলীদের নিরাপত্তায় পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় ৷ বৃহস্পতিবার একাধিক ভাষায় মুক্তি পেয়েছে পরিচালক সুকুমারের 'পুষ্পা 2: দ্য রুল'। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং বেঙ্গালুরু জুড়ে নির্বাচিত প্রেক্ষাগৃহগুলিতে বুধবার রাত 9.30 টায় প্রিমিয়ার শো ছিল।