Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

আজ থেকে শুরু ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব জেনে নিন কখন কোথায় কোন ছবি দেখানো হবে

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival/KIFF)। ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ৩০তম কিফ জাঁকজমকে আগের বছরগুলোকেও ছাপিয়ে যাবে। শুক্রবার কিফের সাংবাদিক বৈঠকে লঞ্চ হল এবারের চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক লোগো। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। 

'বাংলার মাটিতে বিশ্বের ছবি' এই থিমেই মূলত সেজে উঠবে নন্দন সহ অন্যান্য ভেন্যু। ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস দেশ ফ্রান্স। কিছু কিংবদন্তি ফরাসি ছবি প্রদর্শিত হবে। এবারের উৎসবের থিম সং-এর ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং গানের কথা লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। গত বছর ২০টি ভেন্যুতে প্রদর্শিত হবে প্রায় ১৭৫টি ছবি। গত বছরের মতো শহরের কিছু মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে দেশ- বিদেশের ছবিগুলি। ধনধান্য প্রেক্ষাগৃহ, নন্দন (১,২,৩), শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, নজরুল তীর্থ (১, ২),  চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও), রবীন্দ্র ওকাকুরা ভবন, নবীনা, স্টার থিয়েটার, মেনকা, এসএসআর অজন্তা, এসএসআর গ্লোব সিনেমা, পিভিআর (মানি স্ক্যোয়ার), আইনক্স (মেট্রো), আইনক্স (কোয়েস্ট মল), আইনক্স (সাউথ সিটি মল) এবং নিউ এম্পায়ারে স্ক্রিনিং হবে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবিগুলি।  

ভেন্যু অনুযায়ী ছবির সমস্ত তথ্য জানতে, ক্লিক করুন

ক্যাটাগরি অনুযায়ী ছবির সমস্ত তথ্য জানতে, ক্লিক করুন

দেশ বিদেশের বিভিন্ন উন্নতমানের ছবি প্রদর্শিত হবে। এবার উৎসবের চেয়ারপার্সন রূপে দেখা যাবে গৌতম ঘোষতে। কো চেয়ারম্যান হিসেবে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে তপন সিনহা পরিচালিত ও রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি গল্প হলেও সত্যি।  ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে তপন সিনহা, অরুন্ধতী দেবী, হরিসাধন দাশগুপ্ত, আক্কিনেনি নাগেশ্বর রাও, সেরগেই পারাজানভ, মার্লোন ব্র্যান্ডো ও মার্সেলো মাস্ত্রোইয়ান্নিকে। এবছর উদ্বোধনে থাকতে পারেন জাভেদ আখতার, শাবানা আজমি, শক্রঘ্ন সিনহা-র মতো তারকারা। শিশির মঞ্চের সেমিনারে হাজির থাকতে পারেন বিদ্যা বালন।


এবছরের উদ্বোধনী ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছে তপন সিনহা পরিচালিত ও রবি ঘোষ,  ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি 'গল্প হলেও সত্যি'। এই ছবি মুক্তি পেয়েছিল ১৯৬৬ সালে।  ধনধান্য প্রেক্ষাগৃহে বিকাল ৫.৩ মিনিট থেকে দেখা যাবে এই কিংবদন্তি ছবিটি।  প্রসঙ্গত, এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kolkata International Book Fair) ছায়া পড়েছে চলচ্চিত্র উৎসবেও। প্রতিবেশী দেশ- বাংলাদেশের কোনও ছবি প্রদর্শি হবে না সিনেমার পার্বণে (Film Festival)। জানা যাচ্ছে এবছর মাত্র একটি বাংলাদেশী ছবির (Bangladeshi Film) আবেদন জমা পড়েছিল, কিন্তু তা প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়নি। এবছর ঢাকার শঙ্খ দাশগুপ্ত তাঁর 'ডিয়ার মালতি' (Dear Maloti) ছবিটি পাঠিয়েছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার জন্যে।  যদিও ছবিটি ভারতের ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) প্রদর্শিত হয়েছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র
Related News