Flash News
Monday, September 22, 2025

টুইটার এ ব্লু টিক হারালেন তারকা

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে টুইটার এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সি ই ও) হলেন এলন মাস্ক। আর যেদিন থেকে তিনি টুইটার এর ক্ষমতায় এসেছেন সেদিন থেকেই নানান পরিবর্তন এর স্বাদ এনেছেন টুইটারে। সম্প্রতি তিনি টুইটার এর দীর্ঘদিন এর লোগো ব্লু বার্ড এর পরিবর্তে একটি ডগি এর লোগো এনেছিলেন। আবার সম্প্রতি তিনি কিছু পরিবর্তন করেছেন। টুইটারে এবারের পরিবর্তনটি প্রভাব ফেলেছে ব্লু টিক ব্যবহারকারীদের ওপর। ২০০৯ সাল থেকে টুইটার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলোয়াড়, শিল্প, সঙ্গীত কিংবা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অর্থাৎ গ্লোবাল সেলিব্রিটি বা বিশ্ব তারকাদের অ্যাকাউন্টগুলিতে ব্লু টিক দেওয়া শুরু করে। তারকাদের অ্যাকাউন্টগুলির তথ্য এর সত্যতা যাচাই করার পর এই ব্লু টিক দেওয়া হতো। এর মাধ্যমে প্রভাবশালী, খ্যাতনামা ব্যক্তিদের আসল অ্যাকাউন্টগুলি চিনতে সুবিধা হয়। যাতে vuyo অ্যাকাউন্টগুলি না চলে ও ওই ব্যক্তিদের সম্পর্কে কোনো মিথ্যে রটনা না রটে তাই এই ব্যবস্থা করা হয়েছিল। তবে টুইটার এই ব্লু টিক এর জন্য এতদিন আলাদা করে কোনো টাকা নিত না। তবে এলন মাস্ক দায়িত্বে আসার পর ই জানিয়ে দিয়েছিলেন, এবার থেকে শুধুমাত্র যারা টুইটার ব্লু এর সদস্য তাদেরই অ্যাকাউন্ট এ এই ব্লু টিক থাকবে। কিছুদিন আগেই ঘোষণার মাধ্যমে জানিয়েছিলেন চলতি বছরের ২০ এ এপ্রিল থেকেই এই নিয়ম চালু হবে। হিসেব মত, তাই গতকাল থেকেই টুইটার এই নিয়মটি লাগু করেছে।

এর ফলে বহু সেলিব্রিটি দের ই টুইটার অ্যাকাউন্ট এর ব্লু টিক টি খোয়া গেছে ,যাদের মধ্যে রয়েছেন বহু ভারতীয় তারকা ।শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান ,অক্ষয় কুমার ,বিরাট কোহলি , এম এস ধোনি প্রমুখের ।এর থেকে বাদ যান নি রাজনৈতিক নেতৃবৃন্দ রাও ।রাহুল গান্ধী,যোগী আদিত্যনাথ ,প্রিয়াংকা গান্ধী বড়রা প্রমুখের টুইটার অ্যাকাউন্ট এর ব্লু টিক মুছে ফেলা হয়েছে। বর্তমানে টুইটার এ শুরু হয়েছে ব্লু টিক পেইড সার্ভিস ।এটি বেশ কিছুদিন আগে থেকেই যুক্তরাষ্ট্র ,নিউজিল্যান্ড ,অস্ট্রেলিয়া তে চালু হয়ে গিয়েছিল । সম্প্রতি এই পরিষেবা ভারতে ও চালু হোলো।নিয়ম অনুযায়ী এই পরিষেবা শুধুমাত্র তারা ই পাবেন ,যারা টুইটার ব্লু এর সদস্য ।আর এই টুইটার ব্লু এর সদস্য হওয়ার জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে টুইটার কে ।যারা ওয়েব মাধ্যমে টুইটার ব্যবহার করেন তাদের দিতে হবে ৬৫০ টাকা করে প্রতি মাসে ও যারা মোবাইল এর মাধ্যমে টুইটার ব্যাবহার করেন তাদের প্রতি মাসে ৯০০ টাকা দিতে হবে ।এভাবেই তাদের অ্যাকাউন্ট এ ব্লু টিক টি সংরক্ষণ করা সম্ভব ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News