Flash news
    No Flash News Today..!!
Wednesday, May 15, 2024

পৌষের শেষে বৃষ্টির ভ্রুকুটি

banner

#Pravati Sangbad Digital Desk:

পৌষ মাস শুরুর দিকেই যেন থমকে গিয়েছিল শীত পশ্চিমী ঝঞ্ঝার কারণে, দক্ষিণের জেলাগুলিতে দু এক পসলা বৃষ্টিরও দেখা মিলেছিল। কিছু দিনের জন্য রাজ্য বিমুখ হয়েছিল শীত, তবে উত্তরবঙ্গে তুষারপাত ছিল চোখে পড়ার মতো। দক্ষিণের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হলেও উত্তরের আবহাওয়া ছিল বেশ মনোরম। তবে নতুন বছর শুরুর সাথে সাথেই করোনার সাথে পা মিলিয়ে রাজ্যে ফের জাঁকিয়ে বসেছে শীত সাথে উত্তরের শীতল ও শুষ্ক হাওয়া। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে জানা গেছে আবার রাজ্যে শীতের আমেজে ইতি টানতে ঘনিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ১১ই জানুয়ারি থেকে ১৪ই জানুয়ারি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা। তাতে খানিকটা বাঁধা পাবে উত্তরে হাওয়া, মুলত পশ্চিমবঙ্গের ঠাণ্ডার কারণ উত্তর ভারতের দিক থেকে আসা শীতল বাতাস, যার টের পাওয়া যায় নভেম্বরের শুরু থেকেই, তারপর দিন যত বয়ে যায় ততই জাঁকিয়ে বয়ে এই ঠাণ্ডা বাতাস। তবে এই বছর শীত ব্যাটিং করতে শুরু করার পর থেকেই বারবার রান আউট হয়ে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। নভেম্বরের মাঝামাঝিতেও ফ্যান চালাতে হয়েছে, ডিসেম্বরের শুরুতে শীত আবার ব্যাট ধরলেও বেশি দিন ক্রিজে টিকে থাকতে পারেনি পশ্চিমী ঝঞ্ঝার কারণে। 
 পৌষের শেষ দিকে রাজ্যের মাটিতে ফসলের সম্ভার, আর তাতেই চিন্তার হাত চাষিদের মাথাই। আবহাওয়া দপ্তর সুত্রে জানা গিয়েছে আগামী ১১ই জানুয়ারি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি মুলত দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : sagarika chakraborty

Related News