আজ পয়লা বৈশাখ,১৪৩০। নববর্ষের প্রাণে জাগুক নতুন আশা

banner

#Pravati Sangbad Digital Desk:

বাঙালির বারো মাসে তের পার্বণ। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হল নববর্ষ (Noboborsho)। সব বাঙালিরাই মুখিয়ে থাকেন পয়লা বৈশাখের দিকে। মিষ্টিমুখ, কোলাকুলি, হালখাতা,আড্ডা, নতুন জামায় সকলে আহ্বান জানান নতুন বছরের।


আজ পয়লা বৈশাখ,১৪৩০। নববর্ষের প্রাণে জাগুক নতুন আশা। নববর্ষ অর্থাৎ পুরোনো কে বিদায় জানিয়ে নতুন কে স্বাগত জানানোর পালা। নতুন বছরের প্রথম দিনে উৎসবের মেজাজ।

নববর্ষ মানেই কিন্তু সকাল থেকে মন্দিরে পুজো দেওয়া, মন্দির প্রাঙ্গণে ভক্তের ধল লক্ষ্য করা যায়। বেশিরভাগ মানুষ কিন্তু বছরের প্রথম দিনে ঠাকুর কে পুজো দিয়ে দিন শুরু করেন।

এর পাশাপাশি আজকের দিনে ব্যবসায়ীরা কিন্তু দোকানের হালখাতা করেন। দোকানে দোকানে পুজো হয়। 

সারাদিন চলে জমিয়ে খাওয়া,ঘুরতে যাওয়া

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Priyashree

Related News