বাংলায় ১০০ দিনের প্রকল্পে টাকা আটকে রাখা হয়েছে কেন ? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট

banner

journalist Name : প্রিয়শ্রী

#Pravati Sangbad Digital Desk:

একশো দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের থেকে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। যার জেরে বারংবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

১০০ দিনের প্রকল্পেই নয়, গ্রামের সড়ক যোজনায় চারবার প্রথম হওয়ার পর টাকা বন্ধ। বাংলা আবাস যোজনায় অনুমোদন হয়ে যাওয়ার পরেও টাকা দেয়নি কেন্দ্র

১০০ দিনের কাজের টাকা আটকে রাখার ইস্যুতে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেছিল খেত মজদুর কমিটি। তাঁদের দাবি ছিল, অবিলম্বে যাতে প্রকল্পের টাকা চালু করা হয়। তারপরেই এবার এই মামলায় কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।


জানা যাচ্ছে, হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এবার কেন্দ্রের থেকে রিপোর্ট তলব করলেন। কেন পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে? এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের জবাব চেয়ে পাঠিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে কেন্দ্রকে ওই রিপোর্ট জমা দিতে হবে। জুলাই মাসে এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে।

বাংলায় ১০০ দিনের প্রকল্পে টাকা আটকে রাখা হয়েছে কেন ? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রশাসন রাজ্য
Related News