Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

পুরী জগন্নাথ মন্দিরের ইদুর ধরার কল খুলে নিল কর্তৃপক্ষ

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

ভগবান নিদ্রা গিয়েছেন। গোলযোগ সইতে পারেন না। কিন্তু গোলযোগের কী আর শেষ আছে। কখনও ইঁদুরের উৎপাত, তো কখনও ইঁদুর তাড়ানোর যন্ত্রের। আর তাতেই ঈশ্বরের ঘুম ঠিক শান্তিপূর্ণ হচ্ছে না। তার চেয়ে বরং থাকুক ইঁদুর, কিন্তু যন্ত্রপাতির দরকার নেই। এক ঘুমেই যাতে ভগবানের রাত কাবার হয়, তা নিশ্চিত করতে শেষমেশ ইঁদুর তাড়ানোর যন্ত্র খুলে নেওয়ার সিদ্ধান্ত নিল পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। 
প্রসঙ্গত, কিছুদিন আগেই এই মন্দিরে ইঁদুর ধরার জন্য একটি আধুনিক যন্ত্র উপহার দিয়েছিলেন এক ভক্ত। কিন্তু সেবাইতদের দাবি, সেই যন্ত্রের আওয়াজে ব্যাঘাত ঘটতে পারে ভগবানের নিদ্রার। তাই সেই যন্ত্র ব্যবহারের অনুমতি দিলেন না সেবাইতরা। প্রাচীন এই মন্দিরের প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তিরাও এই বিষয়ে তাঁদের সিদ্ধান্তর কথা জানিয়ে দিয়েছেন। মন্দিরের প্রশাসনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিষ্ট্রেশেন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

এক সেবায়েত বলছেন, ‘যদিও মন্দিরের মূর্তিগুলি অক্ষত রয়েছে আপাতত, তবে দেব মূর্তির পোশাক অনেকাংশে কেটে দিয়েছে ইঁদুর।’ এখানেই শেষ নয়, সোমবার খাসাপদ নীতি চলাকালীন মন্দিরে দেখা গিয়েছে, দেবমূর্তির পোশাক ক্ষতবিক্ষত করে কামড়ে তছনছ করছে ইঁদুর। শুধু তাই নয়, দেবতাকে অর্পণ করা ফুলও কামড়ে টেনে ছিঁড়েছে ওই ইঁদুরের দল। এদিকে, শুধু যে ইঁদুর তা নয়, তারসঙ্গে আরশোলার উপদ্রব রয়েছে। সব মিলিয়ে আপাতত ঠিক করা হচ্ছে যে, ইঁদুর ও আরশোলা রুখতে আপাতত একটি পোক্ত লোহার জালের বন্দোবস্ত করার। এদিকে, দেবতার যে পোশাক ইঁদুরে কেটেছে, সেই পোশাক ফের একবার দেবতাকে পরানো যাবে না। এমনই জানানো হয়েছে মন্দিরের তরফে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News