Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কেনো রাজ কাপুরের সঙ্গে অভিনয় করেন নি সুচিত্রা

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

বছরের পর বছর কেটে যাচ্ছে ।বাংলা সিনেমা জগতে অভিনয় করেছেন একের পর এক বহু অভিনেত্রী ।অভিনয় এর জোরে খ্যাতি ও অর্জন করেছেন অনেকেই ।তবে সেরার শিরোপা পেয়েছেন একজন ই ।তিনি বাংলার মহানায়িকা সুচিত্রা সেন ব্যতীত আর কেউ নন।

ব্যাক্তিগত জীবনে অনেক নিয়ম ,গণ্ডি মেনেই অভিনয় জগতে কাজ করতেন সুচিত্রা সেন।তার ব্যক্তিত্ব ছিল আর পাঁচটা অভিনেত্রীর থেকে অনেক টাই আলাদা ।তাই আজ ও মানুষের মহানায়িকা কে নিয়ে কৌতূহলের শেষ নেই ।নিজের যৌবনকালে ই সিনেমা জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি ।একেবারে অন্তরালে চলে যান ,লাইট ,ক্যামেরা ,অ্যাকশন আর সংবাদ মাধ্যমের থেকে অনেকটা দূরে ।এর কারণ আজ ও ধোঁয়াশা ।তবে অনেকেই মনে করেন নিজের শরীরের বয়সের ছাপ এর জন্যই আড়ালে চলে যান অভিনেত্রী ।তাই তাকে বাংলার ' গ্রেটা গার্বো ' বলা হয়ে থাকে ।এমন ই অনেক অজানা ঘটনা রয়েছে ।

সাদা কালো ছবির দুনিয়া কে মাতিয়ে রেখেছিলেন উত্তম - সুচিত্রা জুটি ।বহু সিনেমা তেই একসাথে অভিনয় করেন তারা ।তাদের ছবি মুক্তি পেলেই সিনেমা হল গুলি হাউসফুল ই থাকতো ।তুমুল জনপ্রিয়তা পান তারা ।এর ফলে পরিচালক রাও নিজেদের সিনেমা তে অভিনেত্রী কে নিতে চাইতেন ।শুধুমাত্র বাংলা নয় ,একাধিক হিন্দি সিনেমা তেও অভিনয় করেছেন মহানায়িকা ।সেই সময় বহু নামি দামি পরিচালক রা ও সুচিত্রা সেন এর সাথে কাজ করতে চাইতেন ।হিন্দি হোক কিংবা বাংলা যেকোনো সিনেমার ক্ষেত্রে অনেক বাছাই করে কাজ করতেন অভিনেত্রী ।ছবির কাহিনী ,সহ অভিনেতা ছাড়াও অন্যান্য বিষয় পছন্দ হলে তবেই ছবির জন্য সই করতেন তিনি ।পছন্দ না হলে বড়ো বড়ো কাজের অফার ফেরাতেও পিছপা হননি ।জানা যায় ,তিনি বলিউড এর বিখ্যাত অভিনেতা ও পরিচালক রাজ কাপুর এর ছবির অফার কেও রিজেক্ট করেন ।কিন্তু কেনো ? 

নিজের ছবিতে সুচিত্রা কে নেওয়ার জন্য মুম্বাই থেকে কলকাতা তে এসেছিলেন রাজ্য কাপুর ।এই বিষয় টির উল্লেখ রয়েছে রাজ কাপুর এর ' আমার বন্ধু সুচিত্রা সেন ' বই তে ।সুচিত্রা তার লেখক বন্ধু অমিতাভ চৌধুরী কে জানিয়েছিলেন কেনো তিনি রাজ কাপুর এর সাথে ছবিতে কাজ করতে চান না ।তিনি বলেছিলেন ," আমি বসামাত্রই উনি আচমকা আমার পায়ের সামনে এসে বসেন এবং আমায় গোলাপের তোড়া উপহার করেন। আমি অফার ফিরিয়ে দিই। আমার ওনার ব্যক্তিত্বটা ভাল লাগেনি। যেভাবে উনি আচরণ করেছিলেন, আমার পায়ের সামনে বসেছিলেন, একজন পুরুষকে তা শোভা দেয় না।পুরুষদের মধ্যে আমি রূপের খোঁজ করি না। আমি বুদ্ধিমত্তা এবং তীক্ষ্ণ বার্তালাপ পছন্দ করি। আমি প্রায় তৎক্ষণাৎ রাজ কাপুরের অফার রিজেক্ট করে দিয়েছিলাম। উনি নায়িকার চরিত্রের অফার নিয়ে আমার বাড়ি এসেছিলেন।”রাজ কাপুরের ব্যক্তিত্ব পছন্দ না হওয়ায় কারণেই কাজের অফার ফিরিয়ে দিয়েছিলেন বলে জানা যায় ।

তবে শুধু রাজ কাপুর  ই নয় ,সত্যজিৎ রায় এর ছবির ও অফার ফিরিয়ে দেন মহানায়িকা ।সেই সময় পরিচালক সত্যজিৎ রাও চেয়েছিলেন সুচিত্রা সেন শুধুমাত্র তার ছবিতে অভিনয় করুক ,কিন্তু অভিনেত্রী তখন আরো কয়েকটি কাজের জন্য সই করেছিলেন ।তাই সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেননি তিনি ।।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News