Flash News
Monday, September 22, 2025

স্বামী নওয়াজউদ্দিন এর বিরুদ্ধে কি অভিযোগ আনলেন আলিয়া

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে বলিউড এর এক এটি পরিচিত মুখ হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।বলিউড এ পা রাখার কয়েক বছরের মধ্যেই দুর্ধর্ষ অভিনয় দক্ষতা ও সিনেমায় অসাধারণ সব চরিত্র নির্বাচনের মাধ্যমে খুব কম সময়ে দর্শক দের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন অভিনেতা ।তার একার অভিনয় এর বলেই একটি সম্পূর্ণ সিনেমা হিট হতে পারে ।

যে মানুষ টির পেশাগত জীবনে এত নাম , যশ,খ্যাতি রয়েছে ,তার ব্যক্তিগত জীবন টি কেমন ? 

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকি এর দাম্পত্য কলহের কথা যেনো তার পেশাগত জীবন কে ছাপিয়ে গেছে ।তাদের ব্যক্তিগত সম্পর্কের সমস্যার কথা আর নিজেদের মধ্যে নেই ।অভিনেতার পরিবার পরিজন সহ তার অনুরাগী রাও জানতে পেরেছে তাদের মনোমালিন্য এর কথা ।

গত বছর থেকে অভিনেতা ও তার স্ত্রী আলিয়া র বিবাদের কথা উঠে আসে ।চলতি বছরের তিনটি মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো আলোচনার শীর্ষে রয়েছেন নওয়াজউদ্দিন ও স্ত্রী আলিয়া ।তাদের ব্যক্তিগত মনোমালিন্য বর্তমানে আদালত পর্যন্ত গড়িয়েছে ।

২০১১ সালে গাঁটছড়া বাঁধেন অভিনেতা ও তার স্ত্রী ।তাদের দুই সন্তান ও রয়েছে ।তাদের কন্যা সন্তান এর নাম হলো শোরা ও পুত্র সন্তানের নাম ইয়ানি ।অভিনেতার দুই সন্তান দুবাই তে থেকেই পড়াশোনা করে ।

একে অপরের বিরুদ্ধে আদালতে একাধিক অভিযোগ খাড়া করেছেন অভিনেতা ও তার স্ত্রী ।স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন স্ত্রী আলিয়া ।অপরদিকে আলিয়া র সন্তান দের পিতৃপরিচয় জানতে চেয়েছেন অভিনেতার মা ।আর তাদের এই একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি র শিকার হয়েছে তাদের দুই সন্তান ।দুবাই এ তাদের পড়াশোনা ও বন্ধ হয়ে রয়েছে ।এখন প্রশ্ন হল বিচ্ছেদের পর সন্তান রা কার কাছে থাকবে ? 

গত ৩০ এ মার্চ সন্তানদের সঙ্গে নিয়ে অভিনেতা ও তার স্ত্রী কে বম্বে হাই কোর্টে হাজির হতে বলেছিলেন বিচারক রেবতী মহিতে দেরে ও বিচারক শর্মিলা দেশমুখ এর ডিভিশন বেঞ্চ ।তাদের আবার ৩ রা এপ্রিল কোর্টে হাজির হতে বলা হয়েছিল ।এইদিন সন্তান দের কাস্টডি নিয়ে আলিয়া অভিনেতার বিরুদ্ধে আদালতে একাধিক অভিযোগ তোলেন ।তিনি বলেন ," নওয়াজ়ের আইনজীবীরা আমাদের যে সমঝোতা প্রস্তাব পাঠিয়েছেন, সেটা আমরা দেখছি। নওয়াজ়ের দাবি, যেন ইয়ানি ও শোরা ওঁর সঙ্গে গিয়ে থাকে। এটা একেবারেই সম্ভব নয়। ওরা জন্মের পর থেকে আমার সঙ্গে থাকে, ওরা ওদের বাবার কাছে যেতেও চায় না।দীর্ঘ দিন ধরে নওয়াজ শুধুমাত্র ওদের সঙ্গে এসে দেখা করেছেন। ইয়ানি ও শোরা জানেও না, বাবার সঙ্গে সম্পর্ক বিষয়টা আসলে কী। মাঝেমধ্যে বাবার সঙ্গ পেয়েছে ওরা। আমি ওদের কখনও কখনও জিজ্ঞাসাও করেছি, ওরা বাবার সঙ্গে গিয়ে থাকতে চায় কি না। ওরা একেবারেই তা চায় না। ওরা জানেই না, বাবার ভালবাসা কী জিনিস।নওয়াজ় সন্তানদের সঙ্গে দেখা করতে চাইলেও ওরা ওদের বাবার সঙ্গে দেখা করতে ইচ্ছুক নয়। অবশ্য আমি কখনও ওদের বারণ করিনি।" 

এরপর স্বামীর পদবী ও পরিত্যাগের দাবি জানিয়েছেন আলিয়া ।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News