#Pravati Sangbad Digital Desk:
ইউরোপের মধ্যে প্রথম দেশ হিসেবে ঋতুমতী মহিলা কর্মীদের সবেতন ছুটি সংক্রান্ত আইন পাশ হয়ে গেল স্পেনের সংসদে। বৃহস্পতিবার স্পেনের সংসদে ওই এ সংক্রান্ত বিল অনুমোদন করেছেন সাংসদরা। ঋতুস্রাব চলাকালীন মহিলা কর্মীরা তিনদিনের সবেতন ছুটি পাবেন বলে আইনে বলা হয়েছে। গোটা বিশ্বে বর্তমানে মেরেকেটে হাতেগোনা কয়েকটি দেশে ঋতুকালীন যন্ত্রণায় ছুটি মেলে যার মধ্যে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া ও জাম্বিয়া। তবে ইউরোপের কোনও দেশ প্রথম এই পথে হাঁটল। ভোটাভুটির আগেই ট্যুইটারে ইক্যুয়ালিটি মিনিস্টার আইরিন মন্টোরো লিখেছিলেন, 'নারীবাদী অধিকারের নিরিখে অনেকটা এগোনো গেল।' কী বলছে নয়া আইন? কোনও কর্মী ঋতুকালীন যন্ত্রণায় কষ্ট পেলে যতটা সময় প্রয়োজন ছুটি নিতে পারবেন। তার জন্য সংশ্লিষ্ট কর্মী যে সংস্থায় রয়েছেন সেটিকে কোনও দায়ভার নিতে হবে না। সব দায়িত্ব নেবে দেশের সোশ্যাল সিকিউরিটি সিস্টেমই। তবে অন্য কোনও ধরনের অসুস্থতার কারণে সবেতন ছুটি চাইলে চিকিত্সকের অনুমোদন জরুরি। কিন্তু নতুন আইনে ঋতুকালীন যন্ত্রণার জন্য কত দিনের ছুটি নেওয়ার সুযোগ থাকছে, সেটি স্পষ্ট নয়। স্প্যানিশ গাইনোকলজি অ্যান্ড অবস্টেট্রিক্স সোস্যাইটি-র হিসেব অনুযায়ী, ঋতুমতী মহিলাদের এক তৃতীয়াংশই তীব্র যন্ত্রণায় কষ্ট পান। তাঁদের কথা ভেবে সরকারের এই আইনি পদক্ষেপ বহুলাংশে জনসমর্থন পেয়েছে। যদিও বিরোধিতাও কিছু কম আসেনি। স্পেনের সংসদে মহিলা কর্মীদের ঋতুকালীন সবেতন ছুটি সংক্রান্ত আইন অনুমোদনের পরেই মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। নারীবাদী ও মানবাধিকার সংগঠনগুলি নয়া আইনকে স্বাগত জানালেও দেশের অন্যতম বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউজিটির পক্ষ থেকে বলা হয়েছে এই আইন চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পুরুষদের বাড়তি সুবিধা এনে দেবে।