কলার খোসাকে ফেলে না দিয়ে কাজে লাগান

banner

#Pravati Sangbad Diigital Desk:

ফলের মধ্যে অন্যতম অন্যতম কলা। ছোটরা তো বটেই সঙ্গে আমরা বড়রাও খেতে ভালবাসি। আর খাওয়ার পরেই কলার খোসাটা আমরা ডাস্টবিনে ফেলে দিই। হয়তো আপনি জানেন না কলার খোসার মধ্যেই থাকে নানা রকমের গুন, আপনাকে বিভিন্ন সমস্যার সমাধান পর্যন্ত এনে দেবে। তাহলে এবার চলুন জেনে নেই গলার খোসা দিয়ে আপনি কোন কোন সমস্যার সমাধান পেতে পারেন। 
প্রথমে জানাই কলার খোসার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যারিটিনয়েড যা গবেষণার দ্বারা প্রমাণিত। এছাড়াও ভিটামিন এ বি সি এবং ই থাকে। পটাশিয়াম জিংক আইরন উপস্থিত এই কলার খোসার মধ্যেই। মুখে ব্রণের সমস্যায় আমরা ছেলে মেয়ে সকলেই ভুগি, আর তার জন্য বাজার থেকে আনা নানা রকম ক্রিম ব্যবহার করি। কিন্তু আপনি যদি জানেন আপনার ঘরে থাকা এই ছোট্ট উপকরণটি দিয়ে আপনার মুখের সমস্ত ব্রণ আপনি নিজেই দূর করতে পারবেন, তাহলে আর বাজারে গিয়ে পয়সা খরচ করার দরকার কি। আর তার জন্য আপনাকে কলার খোশাকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর সেই টুকরোগুলোকে আপনার মুখে থাকা ব্রণের উপর লাগিয়ে ঘষতে হবে। আর এভাবেই ১০ থেকে ১৫ মিনিট সেটা ওভাবেই রেখে দিন। পুরোনো ব্রণের দাগ দূর করবে, এছাড়াও মুখে বলিরেখার ছাপ কেউ ঢেকে দেবে এই কলার খোসা।

জানলে অবাক হবেন গাছের সার তৈরিতেও এই কলার খোসা অত্যন্ত উপকারী। আর তার জন্য কলার খোসা কে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে একটি জলের বোতলের মধ্যে ভরে সেই বোতলটিকে রৌদ্র পড়ে না এমন জায়গায় রেখে দিন। আর এভাবে কিছুদিন রাখার পর ওই জলের সাথে সমপরিমাণ পরিষ্কার জল মিশিয়ে গাছের গোড়ায় দিলেই তা সারের কাজ করবে। এছাড়াও অনেককে দেখা যায় দাঁতে হলুদ রঙের ছোপ পড়ে গেছে। আর লজ্জায় তারা এটি কাউকে বলতেও পারে না এবং এই দাগ দূর করার কোন উপায়ও খুঁজে পায় না। কিন্তু কলার খোশাকে টুকরো করে কেটে নেওয়ার পর যদি সে টুকরো করে সকালে ব্রাশ করার পরে, দাতে কিছুক্ষণের জন্য ঘষে আবারো মুখ ধুয়ে নেন, আর এভাবে কয়েকদিন করতে থাকলে দাঁত আবারও সাদা ধবধবে হয়ে যাবে।
আপনার মুখে কোন আঁচিল আছে যা দীর্ঘদিন ধরে আপনি সেটাকে দূর করতে পারছেন না? তাহলে আজই কলার খোসাকে টুকরো করে কেটে আঁচিলের উপর রেখে টেপ দিয়ে আটকে দিন। এভাবে কয়েকটা দিন করতে থাকুন আর নিজেই লক্ষ্য করুন আঁচিল এমনিতেই কেটে পড়ে যাবে। আর এভাবেই করার পোশাকে কাজে লাগাতে পারেন আপনার পায়ের গোড়ালি পরিষ্কার করতে সাথে জুতো পালিশ করতেও।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News