ঘরোয়া কিছু উপকরণে আপনার চুলের গোড়া শক্ত করে নিন

banner

#Pravati Sangbad Digital Desk:

আজকাল চুল পড়ে যাবে একদিন সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আর চুল পড়ে যাওয়ার আসল কারণ হলো চুলের গোড়া মজবুত না থাকা। আর চুলের গোড়া মজবুত থাকলে চুলের সঙ্গে যা খুশি করা যায় নিজের ইচ্ছে মত চুল বাধা খোলা সবকিছুই। কিন্তু চুলের গোড়া মজবুত না থাকলে তখনই হয় সমস্যা। আর এই জন্য আমরা নানা ধরনের বাজার থেকে সামগ্রী কিনেও ব্যবহার করে থাকি,কিন্তু কোনটাতে কোন কাজ হয় না। তাই এই সমস্যায় যারা জর্জরিত তারা এই কয়েকটি ঘরোয়া উপায় অনুসরণ ফিরিয়ে আনুন আপনার পড়ে যাওয়া চুলকে সাথে মজবুত হবে চুলের গোড়া। তাহলে চলুন জেনে নেই কোন কোন উপায়ে আমরা আমাদের পুরনো পড়ে যাওয়া চুলকে ফিরে পেতে পারি এবং চুলের গোড়াকেও মজবুত রাখতে পারি। আমলকির গুণ আমরা কমবেশি সকলেই জানি, কিন্তু আপনি কি জানেন সামান্য দু চামচ আমলকির পাউডারের সাথে সামান্য একটু লেবুর রস মিশিয়ে মাথায় লাগালে আপনার চুলের গোড়া মজবুতের থেকেও মজবুত হবে। আর তার জন্য আপনাকে স্নান করার আধ ঘন্টা আগে মাথায় আমলকির গুঁড়োর এই পেস্ট টা তৈরি করে মাথায় লাগিয়ে তারপর শ্যাম্পু করে নিতে হবে। আপনি কি ভাবছেন আপনার ঘরে আমলকী বা লেবু কোনটাই নেই তাহলে কি আপনার চুল পড়া আটকাবে না আর চুলের গোড়া মজবুত হবে না? চিন্তার কোন কারণ নেই আপনার জন্য আছে বিকল্প সমাধান আর সেটি হল নিম পাতা হ্যাঁ আমরা সকলে ছোট থেকে জেনে এসেছি নিম পাতা খোস-পাচড়া সারাতে বহুগুনে উপকারি। কিন্তু নিম পাতা কয়েকদিন রোদে শুকিয়ে নেওয়ার পর তার পেস্ট তৈরি করে যদি লেবুর রসের সাথে মাথায় লাগানো যায় তাহলে কিন্তু আমাদের চুলের গোড়া মজবুতও হয়। এছাড়াও আপনি আপনার বাড়িতে কারি পাতা গাছ থাকলে সেই পাতার কিছুটা পেস্ট বানিয়ে নিন, আর তার সাথে মিশিয়ে নিন সামান্য ভৃঙ্গরাজ, আর সেই পেস্ট মাথায় লাগানোর পর খেয়াল করুন চুল পড়া। তাহলে এখন থেকে আর বাজারের কেনা কোন সামগ্রিক মাথায় না লাগিয়ে ঘরোয়া এই উপায় গুলি কাজে লাগিয়ে দেখুন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News