বিশ্বমঞ্চে বাঙালির জয়জয়কার! সাফল্যের নয়া রেকর্ড গড়লেন অরিজিৎ

banner

#Pravati Sangbad Digital Desk :

গানে গানে অরিজিত সিংয়ের খ্যাতি আজ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই গায়ক তার গানের মাধ্যমে জিতে নিয়েছেন দেশি-বিদেশি কোটি কোটি শ্রোতার মন। যদিও সঙ্গীতের দুনিয়ার এই তারকাকে গোটা বিশ্ব সমীহ করে চললেও খোদ বাংলাতেই অনেক কটাক্ষ সমালোচনার সম্মুখীন হতে হয়ে তাকে।

কিন্তু, এই সমস্ত বিতর্কের ছোঁয়া থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছেন গায়ক। সম্প্রতি গ্লোবাল স্পটিফাই আর্টিস্টদের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে জনপ্রিয় কোরিয়ান ব্র্যান্ড BTS কেও পেছনে ফেলে দিয়ে অরিজিত জনপ্রিয়তার বিচারে এগিয়ে গিয়েছেন। বর্তমানে গ্লোবাল স্পটিফাই আর্টিস্টদের তালিকায় অরিজিতের ফলোয়ার্সের সংখ্যা ৬ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। অরিজিতের ধারেকাছেও নেই বিশ্ব বিখ্যাত গায়ক এমিনেম।

গ্লোবাল স্পটিফাইয়ের তরফ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখান থেকে জানা গেল এই মুহূর্তে অরজিতের ফলোয়ারের সংখ্যা সেখানে ৬ কোটি ৬১ লক্ষ। ভারতের সঙ্গে সঙ্গে সারা বিশ্ব আজ অরিজিত্‍ সিংয়ের গান শুনছে। অরিজিত্‍ এই তালিকাতে ষষ্ঠ স্থান দখল করেছেন। তার আগে রয়েছেন বিশ্ব বিখ্যাত কিছু পপ তারকা‌।
জিয়াগঞ্জের মানুষ বরাবর অরিজিৎ সিংকে ‘হাত বাড়ালেই পেয়েছে’। এলাকায় স্কুটার নিয়েও ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। এমনকী, ছেলেকেও ভর্তি করেছেন এলাকারই এক ইংরেজি মাধ্যম স্কুলে। বলিউডে যখন হিটের আকাল চলছিল সেই সময় আলিয়া-রণবীর অভিনীত ব্রহ্মাস্ত্র ছবির অন্যতম ‘ব্রহ্মাস্ত্র’ ছিল অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘কেশরিয়া…’ গানটি। সম্প্রতি পাঠান ছবির টাইটেল ট্রাকও গেয়েছেন তিনি। তাঁর ‘ঝুমে জো পাঠান’ গানে মুগ্ধ ভক্তরা। পাশাপাশি ‘মানবজমিন’ ছবিতেও গান গেয়েছেন তিনি।
উল্লেখ্য, চলতি বছর ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্ট হওয়ার কথা ছিল। এই শোয়ের জন্য টিকিটের সর্বোচ্চ দাম উঠেছিল ৭৫ হাজার টাকাও। কিন্তু, শোয়ের জন্য মেলেনি অনুমতি। হিডকোর তরফে অনুমতি দেওয়া হয়নি। মূলত জি-২০ সামিটের সময় সুরক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছিলেন হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। লিখিত অনুমতি না নিয়ে কীভাবে আয়োজকরা শোয়ের জন্য টিকিট বিক্রি করছিলেন তা নিয়ে প্রশ্ন উঠছিল। তবে ইকো পার্কে না হলেও এই শো হতে চলেছে শহরের অন্য কোনও স্থানে, জানা গিয়েছে এমনটাই। এদিকে ইকো পার্কে তাঁর শো বাতিল হওয়া নিয়ে বিস্তর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল। যদিও এই নিয়ে সামনে এসে কোনও মন্তব্য করেননি অরিজিৎ সিং।
এসব নিয়ে বিতর্কের মাঝে অরিজিতের বিশ্ব রেকর্ড গড়ার খবর নিঃসন্দেহে নিন্দুকদের মুখ বন্ধ করে দেয়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News