১ দিনে ১ কোটি ! বাংলা ছবির ইতিহাসে রেকর্ড গড়ল দেব-মিঠুনের 'প্রজাপতি'

banner

#Pravati Sangbad digital Desk:

রাজনীতির জন্য মানুষ নন, মানুষের জন্যই রাজনীতি.., বারবার একথা বলে এসেছেন সাংসদ-অভিনেতা দেব। কারণ, সিনেমার জন্য দর্শকদের ভালবাসাতেই আজ তিনি সুপারস্টার দেব। এই ছবি নন্দনে শো না পাওয়া নিয়ে সম্প্রতি মারাত্মক বিতর্ক হয়। তবে এবার যাবতীয় বিতর্ককে ছাপিয়ে বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ল দেব-মিঠুন অভিনীত ‘প্রজাপতি’। বক্সঅফিসেও ধামাকা!

টনিকের সাফল্যের পর পরিচালক অভিজিত্‍ সেনের সঙ্গে একের পর এক ছবি করছেন দেব। এই বছর বড়দিনের দুদিন আগে মুক্তি পেয়েছে তাঁদের ছবি 'প্রজাপতি'। অভিজিতের পরিচালনায় এই ছবিতে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেব।
নতুন খবর হল, এক দিনেই ১ কোটি আয় করে নিয়েছে ‘প্রজাপতি’। পয়লা জানুয়ারির বক্সঅফিস হিসেব বলছে, শুধুমাত্র এই বিশেষ দিনেই দেব, মিঠুনের সিনেমা ১ কোটি টাকা আয় করে নিয়েছে। অতিমারী উত্তর পর্বে বাংলা সিনেমার ইতিহাসে যে হিসেব নিঃসন্দেহে এক বেঞ্চমার্ক।
নববর্ষে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে প্রজাপতির রেকর্ডের কথা নিজেই জানান দেব, প্রযোজক অতনু রায় চৌধুরী ও পরিচালক অভিজিত্‍ সেন। প্রজাপতির সাফল্যে স্বভাবতই তাঁরা খুশি। সাম্প্রতিক সময়ে কোনও বাংলা ছবিই একসঙ্গে সারা ভারতে হাউজফুল হয়নি। সেই ক্ষেত্রে রেকর্ড গড়ল এই ছবি। শুধুমাত্র হাউজফুলই নয়, বছরের প্রথম দিনে মাত্র একদিনেই এই ছবির আয় ১ কোটিরও বেশি। যা বাংলা ছবির ইতিহাসে রেকর্ড। প্রজাপতির হাত ধরেই বাংলা ছবির ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন দেব। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি এই ছবির অন্যতম প্রযোজকও তিনি। তবে এরই পাশাপাশি বছরের প্রথম দিনে আগামী ছবির ঘোষণা করেন দেব।অভিজিতের পরিচালনাতেই এই বছর ডিসেম্বরে মুক্তি পাবে তাঁদের ড্রিম প্রজেক্ট।
১ জানুয়ারি ১০ মিনিটের জন্য লাইভে আসেন দেব। সেখানে ফ্যানেদের প্রশ্নের উত্তর দেন সুপারস্টার। প্রজাপতি কী মুক্তি পেতে পারে বাংলাদেশে? প্রযোজক অতনু রায়চৌধুরী শেয়ার করেছেন তাঁদের ভাবনা চিন্তার কথা। পাশাপাশি দেব বলেন যে, প্রজাপতি নিয়ে কোনও বিতর্ক তিনি চান না কারণ বিতর্ক থেকে মানুষ ভয় পেয়ে যাবে। সবাইকে হলে এসে সিনেমা দেখার আবেদন করেন অভিনেতা। প্রসঙ্গত, বাবা ছেলের সম্পর্ক নিয়ে এই ছবি। ছেলেকে বিয়ে দিতে তত্‍পর বাবা, অন্যদিকে আরও নানা সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা উঠে এসেছে ছবির গল্পে।
ব্যক্তিগত জীবনে তাঁদের সম্পর্ক বাবা-ছেলের মতোই। তারই প্রতিচ্ছবি দেখা গেছে পর্দায়। দর্শক যে এই ছবি পছন্দ করেছে তার প্রমাণ দিনের পর দিন এই ছবির শোয়ের বাইরে হাউজফুল বোর্ড। সারা ভারতে মুক্তি পেয়েছে 'প্রজাপতি'। বছরের প্রথম দিনেই এই ছবি রেকর্ড গড়ে ফেলল। নববর্ষে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে অর্থাত্‍ মুম্বই, দিল্লি, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে হাউজফুল ছিল এই ছবি।
অভিজিৎ সেনের পরিচালনায় এক মধ্যবিত্ত সংসারে বাবা-ছেলের রোজকার খুনসুঁটির কড়চা। মশলাদার রাজনৈতিক টিপ্পনি, পুরনো বন্ধুত্ব ফিরে পাওয়া, ভাব-ভালবাসা, সমাজের প্রচলিত ট্যাবু ভাঙা.. সমস্ত উপকরণ ঢেলে খাসা চিত্রনাট্যে তৈরি এই ছবি। বিশেষ করে নজর কেড়েছে বাবা গৌর চক্রবর্তীর অভিনয়। বাড়ির কর্তার মতোই তাঁকে ‘প্রজাপতি’র কর্তা বললেও অত্যুক্তি হয় না! এই ছবি তাঁরই। দেব যদি ‘প্রজাপতি’র ‘অর্জুন’ হন, তাহলে মিঠুন চক্রবর্তী এই সিনেমার ‘সারথি কৃষ্ণ’। আর দেব-মিঠুন অভিনীত বাবা-ছেলের এমন রসায়ন দেখতেই দর্শকরা ভীড় জমিয়েছিলেন প্রেক্ষাগৃহে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News