দক্ষিণে উধাও শীত, তবে উত্তরের সঙ্গী তুষারপাত

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

আশ্বিনের শেষ থেকেই শীত শীত আমেজ পাওয়া যায় আর পৌষ আসতেই শীতের পিছু নেই বড়দিনের ছুটি আর পিঠে পুলি। তবে এই বছর শীতের শুরু থেকেই বারবার বাঁধা পেয়েছে শীত। ডিসেম্বরের শুরুর দিকে বেশ ভালোই টের পাওয়া যাচ্ছিলো শীতের, সাথে ছিল কন কনে উত্তরের হাওয়া। বেশ ভালোই শীত অনুভব করছিলেন শীত প্রেমীরা। এক ধাক্কাই অনেকটাই নেমে গিয়েছিল তাপমাত্রা। তবে বড়দিন আসতে না আসতেই বঙ্গ বিমুখ শীত, দোসর সেই পশ্চিমী ঝঞ্ঝা। সাধারণত উত্তর ভারত থেকে বয়ে আসা শীতল এবং শুষ্ক বাতাস পশ্চিম্বঙ্গের তাপমাত্রার হেরফের ঘটায়। ডিসেম্বরের শুরুর দিকে উত্তর ভারতের রাজস্থান সহ পাঞ্জাব হরিয়ানার তাপমাত্রা ছিল শুন্যের কাছাকাছি, তবে পশ্চিমী ঝঞ্ঝার কারনে সেখানেও এখন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ উপরে। আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে বলা হয়েছিল, পশিমী ঝঞ্ঝার কারনে দক্ষিনবঙ্গের বেশ কিছু জেলাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, মেঘাচ্ছন্ন থাকাবে আকাশ। তবে দক্ষিণের আকাশ মুখ ভার করে থাকলেও উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু বেশ মনোরম। বুধবার তুষারপাতও হয় দার্জিলিঙে। যদিও আবহবিদদের মতে পশ্চিমী ঝঞ্ঝার কারনেই তুষারপাত হয়েছে। হাওয়া অফিস সুত্রে জানা গেছে আগামী ২৪ ঘণ্টা আকাশ সামান্য মেঘাছন্ন থাকবে, অনেক জায়গাই আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। নতুন বছরের শুরুতেই তাপমাত্রা আবার কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিন আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে জানানো হয়েছে ৩১ ডিসেম্বর সকালের দিকে উত্তরবঙ্গের উপরের জেলাগুলি অর্থাৎ কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ দার্জিলিং শিলিগুড়িতে হালকা বৃষ্টি হবে, কিন্তু বাকি জেলা অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদহের আবহাওয়া পরিষ্কার থাকবে। বছর শুরু প্রথম কিছু দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি নামার কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে আগামী ২৪ ঘণ্টাই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

ডিসেম্বরের শুরুর দিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পানাগড় সহ শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারনে রাতের পারদও স্বাভাবিকের থেকে অনেকটাই ওপরে উঠে গিয়েছে সেখানে। আবহবিদরা জানিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই আবার শীত জাঁকিয়ে বসবে, তাই নতুন বছরের শুরুতেই শীত রাজ্য ছেড়ে যাওয়ার কোন সম্ভাবনাই নেই।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য লাইফস্টাইল স্বাস্থ্য আওহাওয়া
Related News