Flash News
Monday, September 22, 2025

ফের চর্চায় শ্রাবন্তী। সম্পর্ক ভাঙার গুঞ্জন চলছে টলি পাড়ায়

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati sangbad Digital Desk:

বাংলা সিনেমার এক পরিচিত মুখ শ্রাবন্তী চ্যাটার্জি।এখনো পর্যন্ত অনেক সিনেমা তেই অভিনয় করে নাম অর্জন করেছেন তিনি।তবে তিনি যত না তার কাজের জন্য সমালোচনার শীর্ষে থাকেন,তার থেকেও বেশি তার ব্যক্তিগত জীবন এর জন্য তিনি সমালোচিত হন।

ভক্তদের এমনিতেই তারকাদের ব্যাক্তিগত জীবন নিয়ে কৌতুহল এর অন্ত নেই,তার মধ্যে আবার কোনো তারকার জীবন রঙিন হলে তাতে আরো বেশি করে উঁকি দেন সাধারণ মানুষ।তাই তাকে নিয়ে সমাজ মাধ্যমে ট্রোল ও করা হয় প্রচুর।তেমনি একজন অভিনেত্রী হলেন বাংলা সিনেমার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি।যিনি ইতিমধ্যেই ৩ বার বিয়ের পিড়িতে বসেছেন।তবে তার কোনো বিয়ের সফল হয়নি।তৃতীয় স্বামী রোশন সিং এর সঙ্গেও বিয়ের এক বছর পার না হতে হতেই বিবাহবিচ্ছেদ ঘটে।তবে আইনি বিচ্ছেদের কাজ এখনও শেষ হয়নি।তবে জানা যাচ্ছে,রোশন এর থেকে নাকি একটি বড়ো অঙ্কের খোরপোষের দাবি করেছেন শ্রাবন্তী।তবে রোশন ও আদালতে অভিযোগ জানান যে,মামলা চলাকালীন শ্রাবন্তী অসত্য বিবৃতি দিয়েছে।তাই এর বিরুদ্ধে যেনো উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হয়।


বর্তমানে নিজেকে সিঙ্গেল ই দাবি করেন শ্রাবন্তী চ্যাটার্জি।তবে তিনি যে অন্য এক সম্পর্কে জড়িয়েছেন টা স্পষ্ট।কলকাতাতেই রুবি হসপিটাল এর সামনে এক ফ্ল্যাট এ থাকেন শ্রাবন্তী।সেই ফ্ল্যাট এই অভিরুপ নাগ চৌধুরী নামের এক ব্যাবসায়ীর সাথে তার আলাপ।তারপর ধীরে ধীরে সেই আলাপ প্রেমালাপ এ পরিনত হয়।তারা কখনোই এই সম্পর্কের কথা স্বীকার না করলেও তাদের প্রায় সময় একই সাথে দেখা যেত।এমনকি অভিরূপ এর সঙ্গে ছুটি কাটাতে মালদ্বীপ ও যান অভিনেত্রী।তবে এবার গুঞ্জন উঠেছে এই সম্পর্কেও নাকি চিড় ধরেছে ।তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে।তবে কোনো ঝামেলা করে নয় বরং শান্তিপূর্ণ ভাবে সম্পর্ক শেষ করেছেন তারা।এই ব্যাপারে অভিনেত্রী কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন," আমরা খুব ভালো বন্ধু।আমরা একই ফ্ল্যাট এ থাকি।এখনো অভির কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি।" অভীরুপ ও শ্রাবন্তী কে নিয়ে সোশাল মিডিয়া তে একটি পোস্ট করেন ও ক্যাপশন এ লেখেন "ধন্যবাদ "।কেনো এই ধন্যবাদ? আসলে অভিরুপ একটি নতুন দোকান খুলেছেন ।তার ফিতে কেটে উদ্বোধন করেছেন শ্রাবন্তী।তাই হয়তো তিনি ধন্যবাদ জানিয়েছেন।

তাহলে সম্পর্কের জল গড়াচ্ছে কোন দিকে? সেই প্রশ্নের উত্তর এখনো অধরা ই থেকে যায়।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News