Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

জামিন পেলেন না সুবিরেশ ভট্টাচার্য, আগামী ২১শে ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

সম্প্রতি, গত মঙ্গলবার জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সভাপতি সুবিরেশ ভট্টাচার্য এবং রাজ্য মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়য় গঙ্গোপাধ্যায়। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলা দাখিল হয়েছিল। আজ সেই মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।


 কিন্তু কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, ‘আপাতত জেলেই থাকবেন রাজ্য স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সভাপতি’। অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-র কাছে বিচারপতি আরও জানতে চান, “আর কতদিন লাগবে তদন্ত করতে?”। সেই সাথে স্কুল শিক্ষক নিয়োগে আর কোন মামলা হয়েছে কিনা তাঁর বিরুদ্ধে, তাঁর ভূমিকা ঠিক কতখানি সবই জানতে চান বিচারপতি জয়মাল্য বাগচী।

 আগামী ২১শে ডিসেম্বর মামলার পরবর্তীশুনানি হবে বলে জানতে পারা গিয়েছে। উল্লেখ্য, গত ১৯শে সেপ্টেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা রাজ্য স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সভাপতি সুবিরেশ ভট্টাচার্যকে জেরা করার জন্য নিজাম প্যালেস তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। দীর্ঘক্ষণ জেরা করার পরে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, তদন্তে কোন রকম সহযোগিতা করছেন না প্রাক্তন সভাপতি। সেই সাথে সুবিরেশ ভট্টাচার্যের দাবি, “আমার সময় কোন রকম দুর্নীতি হয়নি”। যদিও তাঁর বাড়ি থেকেই সমস্ত নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব পুরসভা
Related News