Flash News
Monday, September 22, 2025

জি ফাইভে আসতে চলেছে ওয়েব সিরিজের ঝুলি

banner

journalist Name : Papri Chakraborty

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

একটা সময় ছিল যখন মানুষ সিনেমাহলে বসে সিনেমা দেখতে পছন্দ করত।একটার পর একটা লাইন পড়ত সিনেমার টিকিটের জন্য। হিন্দি ছবি হোক বা বাংলা মানুষ ঝাঁপিয়ে পড়ত সিনেমাহলে। ইংলিশ ছবিও বাদ যায় না। কিন্তু ২০২০ এর পরই বদলে গেলো পরিস্থিতি। সিনেমাহলের বাইরে থাকা মানুষের লাইনটি আর দেখা গেলো না। এরপরই শুরু হলো বাড়িতে বসে সিনেমা দেখার নেশা। লকডাউনে এর প্রভাব পড়ে বেশি, যা এখনো পর্যন্ত চলে যাচ্ছে।

অনলাইনে সিনেমা দেখার কিছু অ্যাপ হয়ে উঠলো মানুষের কাছে শেষ অবলম্বন। করণ জীবন তো আর বিনোদন ছাড়া চলে না। আর এই বিনোদনের একটি বড়ো অংশ সিনেমা।যা মানুষের মন ভালো রাখে। লকডাউনে গৃহবন্দি হয়ে থাকলেও ফোনের বহু অ্যাপ যেমন নেটফ্লিক্স, হইচই, আমাজন প্রাইম মানুষকে সিনেমা দেখাতে সাহায্য করেছে। সে পুরনো দিনের সিনেমা হোক বা নতুন, এই অ্যাপগুলো তুলে ধরেছে মানুষের কাছে।

সম্প্রতি অঞ্জন দত্ত, রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, সাহানা দত্ত, দেবালয় ভট্টাচার্য, সায়ন্তন ঘোষাল ,নির্ঝর মিত্র, অরিত্র সেন , জয়দীপ মুখোপাধ্যায় এর মতো বহু পরিচালক সিরিজ তৈরি করেছেন। এবার সিনেপ্রেমীদের জন্য বেশ অনেকগুলি অরিজিনাল বাংলা সিরিজ আসতে চলেছে। যেখানে বাংলার বিশিষ্ঠ অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করছেন।পরিচালনার দায়িত্বে রয়েছেন টলিউডের বিশিষ্ট সব পরিচালকেরা। বাংলার দর্শকদের জন্য এই সুযোগ করে দিচ্ছে জি ফাইভ । 

অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেও দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকার, উষসী রায়, ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, অর্জুন চক্রবর্তী, ইশা সাহা, ঐন্দ্রিলা সেন, অনন্যা চট্টোপাধ্যায়, পায়েল সরকার, কৌশানী মুখোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষ ও অঙ্কিতা চক্রবর্তী সহ বহু প্রতিভাবান অভিনেতা - অভিনেত্রীদের।

ওয়েব সিরিজগুলোর মধ্যে থাকছে রাজ চক্রবর্তী ' আবার প্রলয় '। দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে , এমনকি সাথে থাকছেন পরান বন্দ্যোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী। নির্ঝর মিত্রের ' শিকারপুর ' সিরিজের মধ্যে দিয়ে আসতে চলেছেন অঙ্কুশ হাজরা। শিকারপুরে অঙ্কুশের সঙ্গে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি ও সন্দীপ্তা সেন। ' রক্তকরবী ' সিরিজে দেখা যাবে রাইমা সেন ও বিক্রম চট্টোপাধ্যায়কে। এছাড়াও রয়েছে ' মাৎস্যন্যায় ', ' ছোটলোক ', ' কাটায় কাটায় ',  শেতকালী ',  ‘সেভেন' , অরিন্দম শীলের তৈরি ' সাবাস ফেলুদা '। 

সম্প্রতি জি ফাইভ এ  সিরিজগুলির ট্রেলার লঞ্চ হলো সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে। যেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ বহু পরিচালক। নতুন গল্পের ঝুলি নিয়ে আছে জি ফাইভ। মানুষের চাহিদাটা মেটাতেই আসতে চলেছে এতগুলো ওয়েব সিরিজ একসাথে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সোশ্যাল মিডিয়া
Related News