Flash News
Monday, September 22, 2025

রোহিত শেঠির 'লেডি সিংহাম' হলেন দীপিকা পাডুকোন

banner

journalist Name : Sampriti Gole

#Pravati sangbad Digital Desk:

সদ্য মুক্তি পেয়েছে রোহিত শেট্টি পরিচালিত ছবি 'সার্কাস'-এর একটি গান। আর সেই গানে ছবির নায়ক রণবীর সিংহ -এর পাশে নাচ করতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন -কে। 'কারেন্ট লাগা রে' ইতিমধ্যেই হিট। আর এবার, দীপিকাকে নিয়েই নতুন ছবির ঘোষণা করলেন রোহিত শেট্টি।   

রোহিত শেঠি বলেন, 'সার্কাসের পরেই শুরু হবে সিংহাম ইউনিভার্সের আগামী ছবির কাজ। সেই ছবিতে লেডি সিংহাম হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সিংহাম এগেইনে তিনিই হচ্ছেন আমার লেডি পুলিশ অফিসার। আগামী বছরই ফের একসঙ্গে কাজ করব আমরা।'

সম্প্রতি 'কারেন্ট লাগা রে' গানের লঞ্চে এসে এই ঘোষণা করেন রোহিত শেঠি। সার্কাসের এই গানে অতিথি হিসেবে হাজির থাকছেন অভিনেত্রী। এর আগে রোহিতের চেন্নাই এক্সপ্রেস ছবিতে মিনাম্মা চরিত্রে নজর কেড়েছিলেন দীপিকা। 'সিংহাম এগেইন'-এ দীপিকার সঙ্গে দেখা যাবে অজয় দেবগনকে। এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তারা।
'সার্কাস' ছবিতে রণবীর ও দীপিকার গান 'কারেন্ট লাগা রে'তে নজর কেড়েছে তাদের রসায়ন। এই প্রসঙ্গে রণবীর বলেন, 'আমরা সেটে একসঙ্গে আসতাম। যখন আমরা একসঙ্গে থাকি তখন খুবই মজা হয়। আমার মনে হয় সেই মুহূর্তটা এনজয় করা উচিত যখন আমরা আমাদের পছন্দের সহ-অভিনেতার সঙ্গে থাকি, যাকে আমরা বিশ্বাস করতে পারি কারণ বিষয়টাই যৌথ। এটা দেওয়া নেওয়ার সম্পর্ক। বিশ্বাসই দুই অভিনেতার রসায়নের ভিত্তি।'
পাশাপাশি রণবীর বলেন যে, 'দীপিকার চরিত্রটির জন্যই আমি চেন্নাই এক্সপ্রেস হলে গিয়ে দেখেছি তিনবার। ওর কালারফুল ও ভাইব্রেন্ট স্বভাব আমার খুবই পছন্দ। এমনকি ওই ছবিতে ওর কমিক ক্যারেক্টারও আমার খুবই ভালো লেগেছে। কৌতুক করা সবচেয়ে কঠিনতম একটি কাজ। আমি অনেক কমিক চরিত্র করতে চাই। এই মুহূর্তে একমাত্র একজনই আছেন যিনি কমেডি ভালো বানাতে পারেন, তিনি হলেন রোহিত শেঠি।'

এই ছবির সম্পর্কে রোহিত শেট্টি বলেন, 'অনেকেই আমায় প্রশ্ন করতেন, সিংঘম ফ্র্যাঞ্চাইজিতে কোনও নারী পুলিশ অফিসারকে দেখা যাবে কি না। আজ আমি জানাচ্ছি, আমার সঙ্গে সিংঘম ফ্র্যাঞ্চাইজিতে কাজ করতে রাজি হয়েছেন দীপিকা পাড়ুকোন। 'সিংঘম এগেন'-এ আমরা একসঙ্গে কাজ করব আর সেখানে লেডি সিংঘমের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। একজন মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। আগামী বছর থেকেই শুরু হয়ে যাবে ছবির কাজ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সোশ্যাল মিডিয়া অন্যান্য
Related News