শীঘ্রই রেশন পরিষেবা পাওয়া যাবে আরও সহজে

banner

#Pravati Sangbad Digital Desk::

এবার থেকে  আঙুলের ছাপ  ছাড়াই পাওয়া যাবে  রেশন।   সূত্রের খবর , রেশন পরিষেবা পেতে আধার লিঙ্ক ওটিপি-র  আর  দরকার   পড়বে  না । রেশন পরিষেবা নিশ্চিত করতে যে সব উপভোক্তারা আঙুলের ছাপ ও আধার ওটিপি-জনিত সমস্যাই  এতদিন ধরে  ভুগছিলেন , তাঁদের  কেবলমাত্র আধার নম্বরের  বিনিময়  অর্থাৎ আধা নম্বর দেখালেই খাদ্যশস্য দেওয়া  হবে।  জানা গিয়েছে ,এই পরিষেবা  শুরুর  করার বিষয়ে  এবার নীতিগত ভাবে রাজি হয়েছে নরেন্দ্র মোদী সরকার।  জানা গিয়েছে ,বিষয়টি নিয়ে  খুব শীঘ্রই নির্দেশিকা জারি  হবে কেন্দ্রের তরফ থেকে ।

 এর আগে রেশন ব্যবস্থা  যাতে  দুর্নীতিমুক্ত  ভাবে  হতে পারে তার জন্য চালু  করা হয়েছিল  ফিঙ্গারপ্রিন্ট(আঙুলের চাপ) ব্যবস্থা। তখন  সরকার ঘোষণা করেছিল আধার কার্ডের নম্বর ও আঙুলের ছাপের ভিত্তিতে  উপভোক্তারা পাবেন রেশন পরিষেবা । কিন্তু বহু ক্ষেত্রে   দেখা যাচ্ছিল উপভোক্তাদের আঙুলের ছাপ  মিলছে না , এমন অভিযোগ বারবার উঠছিল  উপভোক্তাদের তরফ থেকে ।আবার বিকল্প  ব্যবস্থা হিসাবে আধারের ভিত্তিতে মোবাইল ওটিপি পাঠানোর উপায়  ছিল  ঠিকই  কিন্তু তাতেও দেখা যাচ্ছিল  নানান সমস্যা । এই  উপায়টিও ব্যর্থ হচ্ছিল।  অনেক সময় দেখা যাচ্ছিল যে  অনেক উপভোক্তাদের মোবাইল ফোন থাকলেও সিম নষ্ট হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে  আর সিম থাকলেও  অনেক সময়  দেখা যাচ্ছিল নেটওয়ার্কের সমস্যাজনিত   কারণে  এসএমএসে ওটিপি ঢোকেনি আবার  গ্রাম বাংলার অনেক মানুষ আছে যারা মোবাইল  ব্যবহারে  অতটা দক্ষ নন , এই কারণে এসএমএসে আসা ওটিপিটি  রেশন  ডিলারকে দেখাতে  ব্যর্থ হচ্ছিলেন । ফলে  বহু ক্ষেত্রে  দেখা যাচ্ছিল  এইসব  সমস্যা কারণে  অনেক উপভোক্তা ঠিকমতো রেশন পাচ্ছিলেন না। 


  এই  বিষয়টি নিয়ে কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়ার সঙ্গে বৈঠকে বসেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার অ্যাসেসিয়েশনের সদস্যেরা। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বৈঠকের পরে  জানান , ‘‘আঙুলের ছাপ না মেলা একটি সমস্যা। তাই বিকল্প ব্যবস্থা হিসাবে আধারের সঙ্গে যে মোবাইল নম্বরের সংযুক্তিকরণ করা থাকে, সেখানে ওটিপি পাঠানো হয়ে থাকে। কিন্তু বহু মানুষ রয়েছেন যাঁদের আধারের সঙ্গে যে মোবাইল নম্বরের সংযুক্তিকরণ করেছিলেন সেই নম্বর বা সিমকার্ড তাঁরা হারিয়ে ফেলেছেন। ফলে তাঁদের মোবাইলে ওটিপি পাঠানো সম্ভব হয় না। তাই যাঁদের আঙুলের ছাপ ও ওটিপিজনিত সমস্যা রয়েছে, তাঁদের এ বার থেকে আধার নম্বরের ভিত্তিতে রেশন দেওয়া হবে।" তবে   জানা গিয়েছে , যে সব রেশন দোকানে ইলেকট্রনিক পয়েন্ট অব সেল যন্ত্র রয়েছে,  শুধুমাত্র সেই সব দোকানগুলোতেই আধার কার্ড  দেখিয়ে,  উপভোক্তা  এই সুবিধা পাবেন  । সংগঠনের দাবি,  যেসব দোকানগুলোতে এই যন্ত্র বসানো নেই সেইসব দোকানগুলোতে যন্ত্র বসানোর কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে।  আগামী  কয়েক মাসের মধ্যে  এই  নয়া পরিষেবার কাজ  সম্পূর্ণ হবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News