সেরার সেরা কাতার বিশ্বকাপ !

banner

#Pravati Sangbad Digital Desk:

রবিবার থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। প্রায় এক মাস ব্যপী ফুটবল যুদ্ধে নামবে ৩২টি দেশ। লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেমার না কি অন্য কেউ, কে জিতবে এই বিশ্বকাপ তাই নিয়ে জোর তর্ক শুরু হয়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় শুরু হয়েছে উত্তেজনা। তার মাঝে রয়েছে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্কও। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ- ফুটবল বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। ২০১০ সালে নিলামে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের মর্যাদা অর্জন করে পেট্রোডলারের এই দেশটি। এই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো দেশে অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপ। ফুটবলের এই মহাযজ্ঞ আয়োজনে প্রস্তুত ৮টি স্টেডিয়াম। শুরু হবে ২১ নভেম্বর, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। ফিফা ও কাতারের সুপ্রিম কমিটির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ৬০ হাজার দর্শকাসন যুক্ত আল খোরের আল বায়াত স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। আর ফাইনালের আসর বসবে ১৮ ডিসেম্বর দোহার লুলেইল স্টেডিয়ামে। যেখানে একসঙ্গে ৮০ হাজার দর্শক বসে ম্যাচ উপভোগ করতে পারবেন। এবার গ্রুপ পর্বে দ্রুত শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যে কারণে এই পর্বে দিনে চারটি করে ম্যাচ আয়োজিত হবে। হ্যাঁ, একদিনে বিশ্বকাপের চারটি ম্যাচ দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। ১২ দিন এভাবেই চলবে গ্রুপ পর্বের ম্যাচ। প্রথম ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বেলা ১টায়। প্রতিটি ম্যাচের মধ্যে রাখা হতে পারে তিন ঘণ্টার ব্যবধান। দিনের শেষ ম্যাচ শুরু রাত ১০টায়। কাতারের মোট আটটি স্টেডিয়ামে হবে খেলা। তাই প্রতিদিন ম্যাচের পরিমাণ বেশি হলেও সমস্যা। 

গতদিনের কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশাল জয়ে অভিযান শুরু করল গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। এ বার ক্লাব মরসুমের মাঝে বিশ্বকাপ। এর জন্য বেশ কিছু দলকে ভুগতে হয়েছে। ফ্রান্সও তাদের মধ্যে অন্যতম। পল পোগবা, এনগোলো কান্তের মতো দুই সেরা ফুটবলারকে চোটের জন্য পায়নি ফ্রান্স। কাতারে পৌঁছেও চোট পিছু ছাড়েনি। পিএসজির হয়ে খেলা ডিফেন্ডার প্রিসনেল কিম্পেম্বে ছিটকে যান।


ফিফা বিশ্বকাপ জিওসিনেমা অ্যাপটি ছাড়াও আর কোন কোন প্ল্যাটফর্মে দেখা যাবে মেসি-রোনাল্ডো-নেইমারদের হাইভোল্টেজ খেলা। জিও সিম না থাকলেও জিওসিনেমা অ্যাপটি ডাউনলোড করে স্মার্টফোনে দেখা যাবে বিশ্বকাপের লাইভ ম্যাচ। তবে জিও গ্রাহকরা পাবেন অতিরিক্ত সুবিধা। জিওসিনেমার পাশাপাশি জিওটিভি অ্যাপেও তাঁরা উপভোগ করতে পারবেন বিশ্বকাপ। এর জন্য প্লে স্টোর থেকে জিওটিভি অ্যাপটি ডাউনলোড করে রেজিস্টার্ড জিও নম্বর থেকে লগ ইন করতে হবে

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aparna Dutta

Related News