মাত্র দু-হাজার টাকায় সমুদ্রতট

banner

#Pravati Sangbad Digital Desk:

বেড়াতে যেতে কে না ভালোবাসে। কিন্তু যাওয়া মানেই খরচ, কিন্তু এখন আর চিন্তা নয়, চলুন সামান্য খরচেই ঘুরে আসা যাক কোনো এক সমুদ্রতট। আর তার মধ্যেই যদি আপনি কোনরকম ভিড় বাস আর ঠেলাঠেলি ছাড়াই যেতে পারেন? তবে আর দেরি কেনো চলুন জেনে নিই কিভাবে টা সম্ভব? আসুন সবার আগে জেনে নিই কি সেই অপরিচিত জায়গার নাম যেখানে যাওয়ার নেই কোনো ঝামেলা আবার সেখানে গিয়ে আপনি পেয়ে যেতে পারেন থাকার জন্য সাগর নিরালা এক রিসর্ট। তার সাথে আপনি সেখানে গিয়ে শহর কলকাতার যানজট, কোলাহল থেকে দূরে গিয়ে সমুদ্রতটে উপভোগ করতে পারেন এক মনোমুগ্ধকর আবহাওয়া সাথে এক শান্তশিষ্ট পরিবেশ। চলুন এবার আসল কথায় আসা যাক, এত কিছু আপনি উপভোগ করতে পারেন যদি আপনি কলকাতা থেকে একটু দূরেই সমুদ্রতটে বগুরান জলপাইতে যান। এবার ভাবছেন তো কিভাবে যাবেন? তবে চলুন সেটির উত্তরও এবার জেনে নিন। প্রথমেই আপনাকে কন্টাই যাওয়ার জন্য বাস ধরতে হবে। এরপর কন্টাইতে নেমে টোটো ধরে জলপাইতে যেতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। অবশ্য ট্রেনে করে কাঁথি থেকেও বগুড়ান যাওয়া যায়। কি? মিটে গেল তো যাওয়ার ঝঞ্ঝাট। সেখানে পৌছলে আপনি এক অজানা-অচেনা দেশে হারিয়ে যাবেন। সেখানে শান্তশিষ্ট সমুদ্র তটে আপনি আপনার প্রিয় মানুষটির হাত ধরে কাটাতে পারবেন অনেকটা সময়। তার ওপর যদি সমুদ্রের সাদা ঢেউ এবং ঝড়ো হাওয়া আপনাদের সাথ দেয়। তবে আর কথাই নয়। স্বর্গীয় অনুভূতির সম্মুখীন হবেন শুধু তাই নয় কাছেই রয়েছে জুনপুট আর বাকিপুট। আপনি চাইলে সেখানকার অপরূপ দৃশ্য অনুভব করতে পারেন। সেখানে গেলে আপনার চোখে পরবে দরিয়াপুর লাইট হাউজ। একাধিক সমুদ্রতট বেষ্টিত মন্দিরের দর্শন আপনি করবেন। সাক্ষাৎ সাহিত্য দর্শনের সাক্ষী আপনি হবেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Related News