গুজরাত বিধানসভার প্রথম দফার ভোট গ্রহণ শুরু, গ্যাস সিলিন্ডারের সাথে কংগ্রেস বিধায়ক পরেশ ধেনানি

banner

#Pravati Sangbad Digital Desk:

সকাল ৮টা থেকেই শুরু হয়ে গেল গুজরাট বিধানসভার নির্বাচন। লড়াই শুরু মোদি-শাহ মনসদ দখলের। সবকটি রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে এই লক্ষ্যে। জনগণের কাছেও গুজরাট বিধানসভা নির্বাচন অত্যন্ত উল্লেখযোগ্য একটি ঘটনা। সকাল থেকেই ভিড় জমেছে বিভিন্ন বুথে।  প্রথম দফার নির্বাচনে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রুপাণী ও স্ত্রী অঞ্জলি। 

বুথের সামনেই দেখা গেল গ্যাস সিলিন্ডারের সাথে কংগ্রেস বিধায়ক পরেশ ধেনানিকে। 

ভোট দেওয়ার সময়ও মূল্য়বৃদ্ধির ইস্যুকে তুলে ধরতে মরিয়া এই কংগ্রেস বিধায়ক। আর সেই লক্ষ্যেই সাইকেলে গ্যাস সিলিন্ডার চাপিয়ে ভোট দিতে গেলেন তিনি। ভোটের শুরুতেই ৪.৯ কোটি গুজরাটবাসীকে ভোট দেওয়ার আর্জি জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। 

গেরুয়া শিবিরের কারণ সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতিবারই অন্তত ৯০% হিন্দু ভোট যায় বিজেপির বাক্সে। এবং এই হিন্দু ভোটে কোনভাবেই কেউ চির ধরাতে পারেনি। একটা সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধি এই হিন্দু ভোটে চির ধরানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। বরং তারপরই তাঁকে নিয়ে সেই সময় ব্যাপক সমালোচনা হয়েছিল। 

২০১৭ সালের নির্বাচনে ৮৯ টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৪৮টি আসনে। ৪০টি আসন ছিল কংগ্রেসের ঝুলিতে। ও একটি আসনে জয়ী হয়েছিল নির্দল প্রার্থী। এ বছর দুই দফায় গুজরাটে ভোটগ্রহণ পর্ব চলবে। আজ প্রথম দফার ভোট গ্রহণে ১৯টি জেলা জুড়ে ৮৯টি আসনে ভোট গ্রহণ করা হবে। মোট প্রার্থীর সংখ্যা ৭৮৮। পাশাপাশি এবার গুজরাটের পরিস্থিতি অন্যবারের থেকে অন্য।


ত্রিমুখী লড়াইয়ের কেন্দ্র এবার গুজরাত বিধানসভা নির্বাচন। বিজেপি কংগ্রেসের সঙ্গে পাল্লা দিয়ে ময়দানে নেমেছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। যদিও গুজরাতে দাঁত ফোটাতে পারবে না কেজরির আপ, এমনই দাবি করেছেন অমিত শাহ। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ১৪,৩৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটদানের পর রিভাবা জাদেজা বলেন, "কোনও অসুবিধা নেই (তাঁর বিরুদ্ধে শ্বশুর প্রচার করায়)। একই পরিবারে ভিন্ন মতাদর্শের মানুষ থাকতে পারে। আমি জামনগরের মানুষের উপর আস্থা রেখেছি। আমরা সামগ্রিক উন্নয়নে মনোনিবেশ করব এবং এবারও বিজেপি ভালো ব্যবধানে জয়ী হবে।"

সবাইকে ভোটদানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন টুইট করে লেখেন, "আজ গুজরাট নির্বাচনের প্রথম পর্ব। আজ সকলকে, বিশেষ করে রেকর্ড সংখ্যক প্রথমবারের ভোটারদের তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি।"


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Puja Adhikary

Tags:

Related News