নতুন বছরে অভিনব কায়দায় সাজুক আপনার বসার ঘর

banner

#Pravati Sangbad Digital Desk:

নতুন বছর মানে নতুন করে শুরু। নিজের কাছে নিজেরই প্রতিজ্ঞা করার সময়। আমরা নতুন বছরে অনেক কিছুই পরিকল্পনা করে রাখি। কী করবো আর কী করবো না আগে থেকেই তার তালিকা তৈরি থাকে। পুরনো বছরের সব খারাপগুলো ঝেড়ে ফেলে নতুন করে এগোনোই হয়ে ওঠে নতুন বছরের মূল উদ্দেশ্য। বসার ঘরের অন্দরসাজ কেমন হবে তা নির্ভর করবে আমাদের ফ্ল্যাটের আয়তন, লাইস্টাইল এবং বাজেটের ওপর। আপনি যদি নতুন বাড়ি বানান কিংবা ফ্ল্যাট কেনেন। তা হলে চেষ্টা করুন যাতে আপনার বাড়ির ড্রইং, ডাইনিং রুম দক্ষিণ কিংবা দক্ষিণ পূর্ব দিকে হয়। এতে শীতের সময়ে পর্যাপ্ত পরিমাণে রোদ আসার ফলে ঘর গরম থাকবে এবং গরমের সময়ে বিকেল থেকে সন্ধ্যার দিকে ঘরে ঢুকবে দক্ষিণের খোলা হাওয়া যা খুবই আরামদায়ক। বড় ঘর হলে ফর্মাল সোফা, সেন্টার টেবিল, কর্নার, ল্যাম্প, ঝাড়বাতি, কার্পেট দিয়ে ঘরকে সাজাতে পারেন। চাইলে দুধরনের বসার আয়োজনও করতে পারেন। আর ঘর যদি ছোট হয় সেক্ষেত্রে ফ্ল্যাটের আয়তন অনুযায়ী সাজানোর প্যাটার্ন এবং আসবাবপত্র নির্বাচন করা প্রয়োজন। ঝুলন্ত লাইট হল একটি প্রচলিত এবং আড়ম্বরপূর্ণ উপায় যা আপনার বাড়িকে পরিবর্তন করতে এবং এটিকে আরও আরামদায়ক এবং সমসাময়িক করে তুলতে পারে। বিশেষ করে লিভিং রুমের জন্য ঝুলন্ত আলো, আজ খুব জনপ্রিয় এবং অনেক সমসাময়িক ডিজাইন এবং শৈলীতে আসে। সর্বোপরি, একটি রুমের সবচেয়ে প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে একটি হল এর আলো। এটি কবজ এবং উজ্জ্বলতা যোগ করে এবং এটি কেবল কার্যকরী নয়। ঘরের নকশা করার সময় আলোর ব্যবস্থার দিকে খুব বেশি মনোযোগ দিতে হবে। আলোগুলি দেয়াল, ইনস্টলেশন এবং অভ্যন্তরীণ দেখতে কেমন তা প্রভাবিত করে। ফলস সিলিং লাগানোর চল বেড়েছে। বসার ঘরের জন্য ফলস সিলিং বানান। যেখানে বসার ব্যবস্থা রাখবেন, তার ওপরে বিশেষ ডেকরেশন করুন। সিলিং-এ লাইটের ডেকরেশন অথবা পেইনটিং করতে পারেন।

বসার ঘরের দেওয়াল সজ্জায় বিশেষ গুরুত্ব দিন। ঘরে সোফা সেট যেখানে রাখবেন তার পিছনে ওয়াল পেইনটিং করান। দেওয়ালে ফোটো ফ্রেম দিয়ে সাজান। অথবা ওয়াল হ্যাংগিং লাগান। তবে নবদম্পতিদের বসার ঘরটির অন্দরসাজ কেমন হবে, তা অনেকাংশেই নির্ভর করে এর আয়তন, নবদম্পতির জীবনযাপনের ধরন এবং বাজেটের ওপর। যেহেতু বসার ঘর বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, তাই আধুনিকতার সাথে সাথে এর আরামপ্রদতার বিষয়টি নিয়ে নবদম্পতিদের ভাবতে হবে অনেকখানি গুরুত্ব দিয়ে। নতুন সংসার শুরুর প্রথমেই যদি একটি ফ্ল্যাট কেনেন বা ভাড়া নিয়ে থাকেন সে ক্ষেত্রে চেষ্টা করুন এমন একটি বাড়ি বেছে নিতে যেখানে বাড়ির বসার ঘরটির অবস্থান দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিকে। এতে শীতের সময় পর্যাপ্ত রোদ যেমন পাবেন গ্রীষ্মের বিকেলে দখিনের খোলা হাওয়ায় ও দুজনের অলস বিকেলটা হইয়ে উঠবে আরো প্রাণবন্ত। ফার্নিচার কেনার সময় ঘরের আকারের দিকে রাখতে হবে পরিপূর্ণ মনোযোগ। ঘরের আকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফার্নিচার কিনলে ঘরের ভেতর অনেক জায়গা বের হবে এবং খোলামেলা থাকবে। বড় ঘর হলে মডিউলার সোফা, সেন্টার টেবিল, কর্নার ল্যাম্প, ও কার্পেট দিয়ে ঘরকে সাজাতে পারেন। আর ঘর যদি ছোট হয় সে ক্ষেত্রে ফ্ল্যাটের আয়তন অনুযায়ী সাজানোর প্যাটার্ন এবং আসবাবপত্র নির্বাচন করা প্রয়োজন। আজকাল ঘরকে দেখানোর জন্য বসার ঘর ও খাবার ঘরের ব্যবস্থা একই সঙ্গে রাখা হয়। এ ক্ষেত্রে বসার ও খাবার ঘরের জায়গাকে আলাদা করার জন্য দুটি জায়গার মাঝখানে নানা রকমের পার্টিশন যেমন, ডিনার ওয়াগন কিংবা শোকেস দিতে পারেন। তবে নতুন সংসারের বসার ঘরটি যেমনই হোক, ব্যাপকতা অনুযায়ী পছন্দের যেকোনো আসবাব বেছে নিতে দুজন মিলে নির্দ্বিধায় ঘুরে আসতে পারেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ড হাতিলের ওয়েবসাইট থেকে।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aparna Dutta

Related News