Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

মেদিনীপুরের মুড়ি বিক্রেতার ছেলে ডাক পেলেন নাসা থেকে

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk :

নাম বিশ্বজিৎ ওঝা। বিশ্ব জয়ের ক্ষমতা রাখে সে। বাবা বিষ্ণুপদ ওঝা পেশায় সাধারণ এক মুড়ি বিক্রেতা। মেদিনীপুরে বাড়ি। সেখানেই বাবার মুড়ির ব্যাবসা। সেখানেই বড়ো হয়ে ওঠা। এখন এই মুড়ি ব্যাবসায়ীর ছেলেই ডাক পেলো নাসা থেকে। ছোটো বেলা থেকেই পড়াশোনায় খুব আগ্রহ। সবসময় পড়াশোনা তেই মনোযোগ থাকতো তার। মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যভবন এর প্রাক্তন ছাত্র বিশ্বজিৎ। পরবর্তী কালে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এর অধীনে খড়গপুর কলেজে ফিজিক্স (পদার্থবিদ্যা) নিয়ে স্নাতক পাশ করেন। এরপর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হন। এরপর মুম্বাই এর ইন্ডিয়ান ইস্টিটিউট অফ জিয়ম্যাগনেটিসম থেকে তরঙ্গ বা ওয়েভ  নিয়ে গবেষণা করেন। তিনি ' সোলার উইন্ড কন্ট্রোল অফ ওয়েভ অ্যাকটিভিটি ইন দা ম্যাগনেটোস্ফিয়ার নিয়ে নাসাতে গবেষণার ইচ্ছা প্রকাশ করেছিলেন মেদিনীপুর শহরের পাল বাড়ির বাসিন্দা এই বিশ্বজিৎ। দুবছর আগে গবেষণার জন্য আবেদন ও জানিয়েছিলেন তিনি। অবশেষে নাসা থেকে ডাক পেলেন তিনি।

এক সংবাদ মাধ্যমকে বিশ্বজিৎ জানান,"আমার গবেষণার বিষয় হলো তরঙ্গ। পৃথিবীর বাইরে প্রায় ছয় হাজার কিমি দূরে রয়েছে পৃথিবীর রেডিয়েশন বেল্ট। প্রায় ১৮ থেকে ২৪ হাজার কিমি দূরে সৌরজগৎ ও মহাকাশের বিভিন্ন দিক থেকে আসা প্রচুর পরিমাণে হাই এনার্জি পার্টিক্যাল পৃথিবীর দিকে আসতে থাকে। কিন্তু সেইসব হাই এনার্জি পার্টিক্যাল গুলো বিভিন্ন তরঙ্গ দ্বারা বাধাপ্রাপ্ত হয়।তরঙ্গ গুলোর কাজ হলো ,হাই এনার্জি পার্টিক্যাল গুলোকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া ,যাতে সেগুলি পৃথিবীতে আসতে না পারে।" বিশ্বজিৎ এর লক্ষ হলো এই তরঙ্গ গুলো কে চিহ্নিত করা। এরফলে হাই এনার্জি পার্টিক্যাল গুলি কোন দিক থেকে আসে সেটি চিহ্নিত করা যাবে। তরঙ্গ গুলি কিভাবে পার্টিক্যাল গুলোকে অন্য দিকে পাঠায় তাও জানা যাবে। কিন্তু এটি করে লাভ কি হবে? এই প্রসঙ্গে বিশ্বজিৎ বলেন, যদি তিনি গবেষণায় সফল হন তাহলে এই হাই এনার্জি পার্টিক্যাল গুলোকে পৃথিবী তে আসা থেকে আটকানো যাবে আর পৃথিবীর চারিদিকে যে সমস্ত স্যাটেলাইট গুলি রয়েছে তাদেরকেও সুরক্ষিত রাখা যাবে।নাসার মহাকাশ বিজ্ঞানী ডেভিড সাইবাক এর সঙ্গে গবেষণার কা করছেন বিশ্বজিৎ। বিশ্বজিৎ এর বাবা তার ছেলে কে নিয়ে খুব গর্বিত। তিনি চান ছেলে তার লক্ষ্যে আরো এগিয়ে যাক। শুধু তাই নয়,সমস্ত মেদিনীপুর শহর বাসি সহ পশ্চিম মেদিনীপুর নিবাসিরা তার সাফল্য কামনা করছেন।বিশ্বজিৎ আরো বলেন,"গোটা বিশ্বে মেদিনীপুর এর নাম উঠে আসুক।"

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

জেলা
Related News