গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তীব্র সমালোচনার মুখে 'দ্য কাশ্মীর ফাইলস'

banner

#Pravati Sangbad Digital Desk:

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে চলেছিল তীব্র বিতর্ক। বহুবার বহু সমালোচনার মুখেও পড়তে হয় এই ছবিটিকে। এমনকি আগামী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও তীব্র সমালোচিত হয় এই ছবিটি। 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া' -এ ছবিটি প্রদর্শিত হয়৷ ছবিটি নিয়ে তীব্র সমালোচনা করেন ইজরায়েলি চলচ্চিত্র পরিচালক নাদাভ ল্যাপিড৷ মঞ্চে তিনি বক্তব্য রাখেন 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে৷ ইতিমধ্যেই তাঁর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়৷ পরিচালক ল্যাপিড বলেন, "আমরা সকলেই এই উৎসবে প্রদর্শিত পঞ্চদশতম ছবি দ্য কাশ্মীর ফাইলস দেখে আহত এবং বিচলিত৷ আমাদের কাছে এই ছবি নিছক প্রচারসর্বস্ব এবং অভব্য বলে মনে হয়েছে৷ এরকম ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসবের শৈল্পিক উৎকর্ষমূলক প্রতিদ্বন্দ্বিতার বিভাগে প্রদর্শিত হওয়ার জন্য বেমানান"। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই পরিচালকের আরো জানান, "এখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে আমার অনুভূতি ভাগ করে নিতে সম্পূর্ণ স্বচ্ছন্দ৷ যে কোনও উৎসবের মূলমন্ত্রই হল প্রশংসার পাশাপাশি সমালোচনাও গ্রহণ করা, কারণ এটাই শিল্প ও জীবনের জন্য অত্যাবশ্যকীয়"। ২০২২ এর ১১ ই মার্চ মাসে মুক্তি পায় অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশি অভিনীত 'দ্য কাশ্মীর ফাইলস'৷ ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের ঘিরে তৈরি হয়েছে ছবির পটভূমি৷ সমালোচক ও দর্শকদের কাছে প্রশংসিত এই ছবি বক্সঅফিসে অত্যন্ত সফলতা অর্জন করেছে৷ তবে কিছু দেশে এই ছবি নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে৷ ইজরায়েলের কাউন্সেল জেনারেল কোব্বি শোশানি ট্যুইট করে জানান, " 'দ্য কাশ্মীর ফাইলস' আমি দেখেছি৷ কুশীলবদের সঙ্গে আলাপও করেছি৷ নাদাভ ল্যাপিডের সঙ্গে আমি সহমত নই৷ তাঁর বক্তব্য শোনার পর আমি নাদাভকে নিজের মতামতও জানিয়েছি"। তবে বহু ছবির মধ্যে  বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' অন্যতম। 



#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Papri Chakraborty

Related News