মহামারীতে বন্ধের পথে ছোট শিল্প, স্বীকার কেন্দ্র সরকারেরও

banner

#Pravati Sangbad Digital Desk:

করোনা মহামারীর সময় আর্থিক স্তম্ভ ভেঙে পড়েছে গোটা বিশ্বের তথা ভারতের। ক্ষতিগ্রস্থ হয়েছে বহু শিল্পের। প্রভাব পড়েছিল ছোট শিল্পমহলেও। গড়ে প্রতি ১০০ টির মধ্যে অন্তত নটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প বন্ধ হয়ে গেছিল। বিরোধীপক্ষের কথা অনুযায়ী করোনা পরিস্থিতিতে প্রায় ৫৭ লক্ষ্য ছোট শিল্প বন্ধ হয়ে যায়। ২০১৯ সালের তুলনায় ২০২০ তে ক্ষুদ্র শিল্প ব্যবসায়ীদের আত্মহত্যার সংখ্যা বেড়েছে তা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকারও।

বৃহস্পতিবার সংসদে রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার স্বীকার করে মাঝারি শিল্পের ক্ষতির কথা। বিশ্বের বৃহৎ অর্থনৈতিক দেশ গুলির মধ্যে দ্রুততম বৃদ্ধির মুকুট ধরে রেখেছে ভারত এমনটাই দাবি কেন্দ্রের জুলাই-সেপ্টেম্বরের বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশের পরে। করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থার অবনতির পর বারংবার মোদি সরকার চেষ্টা করেছে তার সামলে ওঠার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা অমিত মিত্রের কথা অনুযায়ী মূল্যবৃদ্ধি, বেকারত্ব প্রভৃতি কারণে দেশের অর্থনৈতিক হাল শোচনীয়। পুরনো অবস্থায় ফিরে যেতে সময় লাগবে অনেক ধারণা করা যায়। তবে করোনা পরিস্থিতির আগেও দেশের অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে যাচ্ছিল তলানিতেই। তাতেই সাধ দিয়েছে করোনা পরিস্থিতি। অবস্থাকে করে তুলেছে আরও দুর্বিষহ। বেকারত্বের হার ৪৫ বছরের শীর্ষে গিয়ে পৌঁছেছে।

এরইমধ্যে নভেম্বরে মূল্যবৃদ্ধি গেছে ১৪.৯ শতাংশ এবং বেকারত্ব বেড়ে হয়েছে ১০.৪৮ শতাংশ। সমাজে বিচ্ছিন্ন হচ্ছে গরিব ও মধ্যবিত্তের সংজ্ঞা থাকবে শুধু উচ্চবিত্ত। এই নিয়ে চলছে রাজনৈতিক মহলে তরজা। ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা। এর আগেও মূল্যবৃদ্ধি, বেকারত্ব এই সবকিছুর ঊর্ধ্ব মানের জন্য কেন্দ্রকে কটাক্ষ করেছিল অর্থমন্ত্রী পি চিদাম্বরম।।

মহামারীর পরিস্থিতিতে অনেক বড় শিল্প মুখ থুবড়ে পড়েছে। সেখানে ছোট শিল্পেরও গুরুত্ব কমেছে অনেকখানি। বাড়ছে বেকারত্বের সংখ্যা। সাধারণ মানুষ গৃহবন্দি অবস্থায় অনেক বেশি জোর দিয়েছে অনলাইন কেনাকাটায়। সরকার একথা স্বীকার করেছে যে ছোট শিল্প সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সঠিক দিকে সরকারের পক্ষ থেকে যথাসম্ভব পদক্ষেপ নেয়া হবে এমনটাই ধারণা করা যায়। ছোট শিল্পের ওপর জোর দিতে খরচ করতে হবে কাঁচামালের ওপর। ছোট শিল্পীর ব্যবসায়ী সমিতি এখন সরকারের দিকেই চেয়ে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News