Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

পাহাড়ে সৌন্দর্য্য ফেরাতে ভাঙ্গা হচ্ছে তৃণমূল কাউন্সিলরের বাড়ি

banner

journalist Name : Papri Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

বেআইনি বহুতলে ঢাকছে পাহাড়ের অপরূপ সৌন্দর্য্য। ধীরে ধীরে ঢেকে যাচ্ছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘাও। যার টানে দেশ, বিদেশের বহু পর্যটকরা ভিড় জমান এই পাহাড়ের বুকে। কিন্তু এই সৌন্দর্য কিছু অবৈধ বিল্ডিং তৈরিতে নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষমতায় আসার পর হামরো পার্টি পরিচালিত দার্জিলিং পৌরসভা ঘোষণা করে, পাহাড়ের আগের সৌন্দর্য ফিরিয়ে আনতে ভাঙা হবে বেআইনি বহুতল। এই ঘোষণা অনুযায়ী অভিযানে নেমে ৩টি বেআইনি বিল্ডিং ভেঙে দেয় দার্জিলিং পৌরসভা। এর মধ্যে একটি আবার তৃণমূলের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর গণেশ সার্কির বিল্ডিং। এই বিল্ডিং ভাঙ্গা নিয়েই শুরু হয় তীব্র বিতর্ক। ১১ই নভেম্বর অর্থাৎ আজ তৃণমূল কাউন্সিলার অভিযোগ জানান, কোনোরকম নোটিস ছাড়াই তাঁর বিল্ডিংয়ের অবৈধ অংশ ভেঙে দিয়েছে পৌরসভা। পুর চেয়ারম্যান সহ বেশ কয়েকজনের নামে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন গণেশ সার্কি। তার দাবি, রাজনীতির খেলার শিকার হয়েছেন তিনি। বেআইনি বিল্ডিংয়ের বিরুদ্ধে তিনি নিজেও। কিন্তু তাকে না জানিয়ে তাঁর বিল্ডিং ভাঙা হয়েছে, এই ঘটনায় বেশ ক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলার। তাঁর অভিযোগ, ৩৫টি অবৈধ নির্মাণের তালিকা তৈরি করা হলেও সব ভাঙা হয়নি। কিন্তু একমাত্র তাঁর বিল্ডিং ভাঙা হয়েছে বিশেষ কোনো উদ্দেশ্যে। এই ঘটনার বিচার চেয়েছেন তিনি। তৃণমূল কাউন্সিলার গণেশ সার্কির আরও অভিযোগ, চেয়ারম্যান একবার জানাতে পারতেন এই বিল্ডিং ভাঙার পদক্ষেপ। যেদিন ভাঙা হয়, সেদিন তিনি ওয়ার্ডেরই একটি কাজে ব্যস্ত ছিলেন। পরে মায়ের চিকিৎসার জন্য শিলিগুড়ি নেমে আসেন। অন্যদিকে পুর চেয়ারম্যান প্রতিউত্তরে জানান, ৩-৪ মাস আগে গণেশ সার্কিকে নোটিশ ধরানো হয়েছিল। তাঁকে তিনবার শুনানিতে ডেকেও পাঠানো হয়েছিল। কিন্তু একবারও তাঁর দেখা পাওয়া যায়নি। এমনকি বাড়িতে নোটিশ দিয়ে দেওয়ার পরও আসেননি। কোনো যোগাযোগও রাখেননি তিনি। তারপরই অবৈধ অংশ ভাঙা হয়েছে। এর সঙ্গে শাসক-বিরোধী কোনও বিষয়ই নেই। তিনি আরও জানান এক এক করে সব অবৈধ নির্মাণ ভাঙা হবে পাহাড়ে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই। পাহাড়ের বুকের সৌন্দর্য্য ফিরিয়ে আনার জন্যই এই  উদ্যোগ নেওয়া হয়েছে। চেয়ারম্যান রীতেশ পোর্টেল আরও জানান, আইন মেনেই চলবে পৌরসভা। উল্লেখ্য, ৩ রা ভেম্বর পাহাড়ের গায়ের সৌন্দর্য্য ফিরিয়ে আনতে প্রথম পর্যায়ে ৩টি বাড়ির অবৈধ অংশ ভাঙা হয়েছে। এরপর ধীরে ধীরে অন্য বিল্ডিংয়েরও বেআইনি অংশ ভাঙ্গা হবে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

 




Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

জেলা
Related News