Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

নাভিতে মাত্র দু ফোঁটা তেল ব্যবহার করলে, শারীরিক সমস্যার সমাধান হবে কীভাবে জানুন

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

সনাতন চিকিৎসা পদ্ধতি আজও অনেকেই অনুসরণ করে চলেন ও বিশ্বাস করেন। এর ফল পাওয়া যায় চমকপ্রদ ফল। কয়েকটি নির্দিষ্ট তেল দু-তিন ফোঁটা নাভিতে মালিশ করলেই নানান রোগ দূর হয়।নাভির সঙ্গে দেহের একাধিক শিরা সংযুক্ত থাকে। যখন নাভিতে তেল ব্যবহার করা হয় তখন তা বিভিন্ন শিরা ও উপশিরায় পুষ্টির যোগান দেয়। এতে করে আপনি বেশ কিছু শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এমনকি এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

জেনে নেওয়া যাক, নাভিতে তেল ব্যবহার করে কী উপকার পাবেন-

• গ্যাস,বদহজমের বা ফুড পয়জনের সমস্যার সমাধানে নাভিতে তেল- 

গ্যাসের ব্যথা, বদহজম বা ফুড পয়জনের জন্য যদি পেট ব্যথা হয়, সেক্ষেত্রে আদার এসেন্সিয়াল অয়েল সরষের তেলের সাথে মিশিয়ে নাভিতে লাগান। পেট ব্যথা কমে যাবে। 

• ব্রণর সমস্যার সমাধানে  : ব্রণের একমাত্র সমাধান হিসেবে এই কাজটি করতে পারেন। নাভিতে ম্যাসাজ করুন কয়েক ফোঁটা নিম তেল। ব্যাস একমাসের মধ্যেই ব্রণের সমস্যা থেকে মুক্তি পাবেন। কারণ এটা একেবারে সমস্যার গোড়া থেকে সমস্যা নির্মূল করে। তবে মুখে কখনই সরাসরি দেবেন না, নিম তেল নাভিতে ব্যবহার করুন।

• মাসিকের  সমস্যার সমাধানে : প্রতি মাসেই নারীরা মাসিকের ব্যথায় কাবু হন। এই পেট ব্যথা কমাতে কিনে রাখুন পিপারমেন্ট বা আদার এসেন্সিয়াল অয়েল। নারকেল তেল বা অলিভ তেলের সঙ্গে এই তেল মিশিয়ে লাগান। কিছুক্ষণ পর কমে যাবে। একটু ম্যাসাজ করুন, ব্যথা কমে যাবে।



• গোপন  দুর্বলতায়  : নাভিতে ৪-৫ ফোটা নারিকেল বা অলিভ অয়েল দিয়ে মালিশ করুন। এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করলে আপনার গোপন দুর্বলতা কমে যেতে শুরু করবে এবং এতে উর্বরতাও বাড়বে।

• স্কিন ময়েশ্চরাইজ রাখতে নাভিতে তেল : আপনার কি শীতে খুব শুকনো স্কিন? তাহলে শরীরে তেল মাখার সাথে সাথে, নাভিতে জাস্ট একটু তেল দিন। দেখবেন স্কিন কেমন নরম কোমল থাকবে। তখন আর ভুরি ভুরি ময়েশ্চারাইজার লাগানোর দরকার পড়বে না। এমনিই স্কিন ময়েশ্চারাইজড থাকবে। রোজ স্নানের আগে লাগিয়ে নিন একটু অলিভ অয়েল। স্নানের পর দেখবেন স্কিন কেমন নরম স্মুদ লাগবে।

•শিরার ব্যথার সমস্যার সমাধানে  : বিশেষ করে শীতকালে এই সমস্যাগুলির মুখোমুখি আমরা হয়ে থাকি। কয়েক ফোঁটা সরিষার তেল নাভিতে মালিশ করলে শিরায় ব্যথা কমে যাবে।

• ইনফেকশনের সমস্যা সমাধানে : শরীরকে ইনফেকশন মুক্ত রাখতে রোজ নাভিতে তেল দিন। শরীরে ইনফেকশন কম হয়। আর শরীরে এই ধরণের ইনফেকশন খুব বেশী হতে থাকলে, জাস্ট নাভিতে মাখুন দু ফোঁটা টি ট্রি অয়েল। যেকোনো রকম ইনফেকশন থেকে আপনি থাকবেন মুক্ত। এতে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। টি ট্রি ওয়েল না পেলে ব্যবহার করতে পারেন সরষের তেল।

• ত্বকের উজ্জ্বলতা বাড়াতে  :ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে চান? তাহলে নাভিতে দিন বাদাম তেল। বাদাম তেল এমনিতেই ত্বক উজ্জ্বল করে। নাভিতে বাদাম তেল ম্যাসাজ করলে, বেশী দিন না, কয়েকদিনের মধ্যেই তফাৎ বুঝতে পারবেন। ত্বক হয়ে উঠবে উজ্জ্বল।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News