রাতের নিস্তব্ধ পাহাড়ের কোলে শোনা যাবে টয় ট্রেনের কু ঝিক ঝিক আওয়াজ

banner

#Pravati Sangbad Digital Desk:

উৎসব শেষ বলে মন খারাপের কোনও জায়গা নেই। উৎসবের মরশুম শেষ হতে না হতেই দার্জিলিংয়ে শুরু হতে চলেছে ‘ঘুম উৎসব’। পাহাড়ে এ বার শীত নামবে ঘুম ফেস্টিভ্যালের হাত ধরে। অক্টোবর থেকেই পাহাড়ে শীত নামতে শুরু করে । বাড়তে থাকে কুয়াশা। এ বার ঘূর্ণিঝড়জনিত কারণে এখনও কনকনে শীত নামেনি পাহাড়ে। তবে ইঙ্গিত মিলছে, দ্রুত নামছে তাপমাত্রা। আগামী ১২ নভেম্বর থেকে পাহাড়ে শুরু হচ্ছে ঘুম ফেস্টিভ্যাল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৪০৭ ফুট উঁচুতে অবস্থিত দার্জিলিং লাগোয়া ঘুম বরাবরই আকর্ষনীয় পর্যটকদের কাছে। ২০২১ সাল থেকেই ঘুম ফেস্টিভ্যালের আয়োজন করে আসছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এবার এই ফেস্টিভ্যালের দ্বিতীয় বর্ষ।চলবে ডিসেম্বরের ৪ তারিখ পর্যন্ত।ঘুম উৎসবে থাকে  গান,  নৃত্য পরিবেশন আর এবার তার সঙ্গে থাকবে রাতে টয়ট্রেনে জয় রাইডও।টয়ট্রেন সফর আরও জনপ্রিয় করতে এমন উদ্যোগ নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

 এত দিন দার্জিলিংয়ে জয় রাইড মানে ছিল সকাল দশটা থেকে প্রতি এক ঘণ্টা অন্তর ঘুম পর্যন্ত ঘুরে আসা। তবে এবার  আর  পাঁচটা ট্রেনের মতো আলো জ্বালিয়ে কুয়াশা ভেদ করে পাহাড়ি পথে চলবে জয় রাইড। রাতেই শোনা যাবে টয় ট্রেনের কু ঝিক ঝিক আওয়াজ। ১২ নভেম্বর থেকেই পাহাড়ে চলবে জয় রাইড। ট্রেন রুট একই থাকবে বলে জানা গিয়েছে।সেই দার্জিলিং স্টেশন থেকে ঘুম এবং ঘুম থেকে ফের বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিংয়ে ফেরা। জানা গিয়েছে, আজ, বুধবার শিলিগুড়িতে আনুষ্ঠানিক ভাবে ঘুম ফেস্টিভ্যালের ঘোষণা করবেন রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর,ইতিমধ্যে  ট্রেনেই যাত্রীদের ডিনার দেওয়া নিয়েও ভাবনাচিন্তা করছে রেল কর্তৃপক্ষ। দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর প্রিয়াংশু বলেন, 'আমরা সব সময়েই টয়ট্রেনের যাত্রীদের কিছু নতুন পরিষেবা দিতে চাই। দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে পর্যটকদের কাছে আকর্ষনীয় করতেই ঘুম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আর ঘুম ফেস্টিভ্যালের আকর্ষণ বাড়াতে ঘুম থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত টয়ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এর নির্দেশিকা জারি করা হবে। এর পাশাপাশি এই ফেস্টিভ্যালের অঙ্গ হিসেবে রয়েছে, নানান ধরণের সাংস্কৃতিক কার্যকলাপ। রয়েছে বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। টয়ট্রেন ইউনেস্কোর হেরিটেজ। পাশাপাশি , টয়ট্রেন নিয়ে পর্যটকদের মধ্যে নতুন করে যে উৎসাহ সৃষ্টি হয়েছে, সেটাকেও আমরা ধরে রাখতে চাই।” অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের সভাপতি রাজ বসু বলেন, ‘গত বছর ঘুম ফেস্টিভ্যালকে কেন্দ্র করে বেশ সাড়া পড়েছিল। এ বার তাই আরও নতুন কিছু পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা চলছে রেলের তরফ থেকে '।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News