এবার ট্রেনে চেপেই যেতে পারবেন মিজোরাম, সিকিম !

banner

#Pravati Sangbad Digital Desk::

ভারতীয় রেল এখন অনেক দিকে কাজ করছে। দেশের প্রত্যেক অংশে যাতে যোগাযোগ ব্যবস্থা মজবুত থাকে সেই নিয়ে তৎপর রেল। আর এবার ভারত তো বটেই, সাথে পড়শী দেশ মায়ানমার, বাংলাদেশ, ভুটান, নেপালের মধ্যেও যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে অগ্রণী ভূমিকা নিয়েছে ভারতীয় রেল।

এই প্রজেক্টের মধ্যেই উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির রাজধানীকে রেল পরিষেবার সাথে সংযুক্ত করার কাজ করছে রেল। রেলের এক আধিকারিক জানান যে, রীতিমত যুদ্ধকালীন তৎপরতার সাথে কাজ চলছে। আগামী ২-৩ বছরের মধ্যেই এই প্রজেক্টের কাজ সম্পূর্ন করার লক্ষ্যমাত্রা রেখেছে রেল।

রেল আধিকারিক অংশুল গুপ্তা বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দেখানো মার্গে কাজ করছে রেল। ইতিমধ্যেই ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের রাজধানীর মধ্যে রেল যোগাযোগ রয়েছে৷ বাকি তিনটি রাজ্যের রাজধানীর মধ্যে রেল যোগাযোগের দ্রুত কাজ চলছে। আশা করা হচ্ছে যে, আগামী ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই সিকিমের রংপো পর্যন্ত রেল ট্র্যাক নির্মাণের কাজ শেষ হবে। মিজোরামের সাইরাং রেললাইন প্রকল্পটিও ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে।’’


প্রকল্পটি সম্পূর্ন হলেই যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। আসলে এতদিন উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে গণ পরিবহন ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। কিন্তু এবার অসম, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল প্রদেশের রাজধানী এবং গুরুত্বপূর্ন শহরগুলির মধ্যে উন্নত রেল ব্যবস্থা নির্মাণ করছে ভারতীয় রেল।

অংশুল গুপ্তার কথা থেকেই আরো জানা যায় যে, রেল ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে মণিপুরের রাজধানী ইম্ফলের সাথে নাগাল্যান্ডের রাজধানী কোহিমার যোগাযোগ নিয়ে দ্রুত কাজ চালাচ্ছে। মেঘালয়ের রাজধানী শিলং বাদে বাকি সমস্ত রাজ্যের রাজধানীর যোগাযোগ ব্যবস্থা অতি তৎপরতার সাথে বাড়ানো হচ্ছে।

জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে জট পেকে যাওয়ায় শিলংয়ের কাজ শুরু হতে দেরী হচ্ছে। বাকি প্রকল্পের কাজ আগামি ২-৩ বছরের মধ্যেই সম্পূর্ন করার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে রেল। প্রসঙ্গত দেশের স্বাধীনতার ৭৫ বছরের পরে এই প্রথম উত্তর পূর্বের অংশের উন্নতি সাধনে কাজ করছে ভারতীয় রেল। এতদিন খুবই খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে রাজ্যগুলো অর্থনৈতিক অনগ্রসরতার মধ্যে রয়েছে। কিন্তু শীঘ্রই এই চিত্র বদলাতে চলেছে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News