Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

পরিবর্তনের পরে কেমন আছে জঙ্গলমহলের মানুষ ?

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Degital Desk:

পঞ্চায়েত ভোটের আগে এই প্রশ্ন টাই সরব হয়ে দাঁড়িয়েছে। কেমন আছে জঙ্গলমহল? কেমন আছে জঙ্গলমহলের মানুষ? কি অবস্থা সেখানে এখন? এরই মধ্যে বিরসা মুন্ডার জন্মদিনে আবার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পাওয়া। তাহলে কি সত্যিই হাসি দেখা যাচ্ছে জঙ্গলমহলে? বর্তমান বিজেপি তৃণমূল দেশে কি জঙ্গলমহল এর মুখে হাসি ফুটেছে? চলুন জেনে আসি এক নজরে। সেখানকার মানুষের মুখে শোনা কিছু কথার উত্তর খোঁজার চেষ্টা করি আমরা। 


 
১০০ দিনের কাজ নাকি অনেক দিন ধরেই বন্ধ। কিভাবে চলছে দিনমজুরদের সংসার? কেউ আবার বলছে তাদের আর্থিক অবস্থার নাকি কিছুটা হলেও উন্নতি হয়েছে। সেখানে মহিলা শিক্ষার হার অনেকটাই বেড়েছে। তবে মাওবাদী এলাকায় হিসেবে চিহ্নিত এই জঙ্গলমহলের মানুষ এতদিন যে যে সমস্যার মুখোমুখি পড়েছেন সামনে পঞ্চায়েত ভোটে তারা সমস্ত প্রশ্নের জবাব চাইবেন বলে তৈরি হচ্ছেন, এমনটাই জানা গেছে। তবে বাঁকুড়ার এই জঙ্গলমহল এলাকা, কি কোনরকম সরকারি সুযোগ-সুবিধা পেয়েছে? অতীতের মত জীবন জীবিকার সমস্যা কি তাদের এখনো আছে? নাকি কিছুটাও মিটেছে? শুধুমাত্র সেখানকার মানুষের মুখ থেকে নয় নেতা নেত্রীদের মুখেও খবর নিয়ে জানা গেছে- বার্তা ছিল এই জঙ্গলমহলে নাকি উন্নয়ন অতি শীঘ্রই হতে চলেছে কিন্ত সেই উন্নয়ন থেকে নাকি আজও বঞ্চিত জঙ্গলমহলের সমস্ত মানুষ। পূর্ববর্তী নেতাদের অনুন্নয়নের ফলেই এই অঞ্চল মাওবাদী হিসেবে পরিচিত ছিল কিন্তু বর্তমানে রাস্তাঘাট বিভিন্ন স্কুল কলেজ নির্মিত হলেও উন্নয়ন থেকে বঞ্চিত আজ জঙ্গলমহলের মানুষ
#Source: online/Digital/Social Media News   # Representative Image


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

জেলা
Related News