Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে সুকন্যা মণ্ডল

banner

#Pravati Sangbad Digital Desk:

আগেও তলব করা হয়েছিলো কিন্তু সারা মেলেনি, কিন্তু এবার দিল্লির ইডি অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, এদিন সকাল ১০টা নাগাদ দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সদর দফতরে হাজিরা দেন সুকন্যা মণ্ডল। অন্যদিকে তার আগেই গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রে খবর, অনুব্রত কন্যা এবং সায়গল হোসেনকে মুখোমুখি বসিয়ে জেরা করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু তার আগে দুজনকে আলাদা বসিয়ে জেরা করবে ইডি। তারপর মিলিয়ে দেখা হবে দুজনের বয়ান। অসঙ্গতি মিললেই হবে মুখোমুখি জিজ্ঞাসাবাদ।
এদিন সকালে যাবতীয় নথি নিয়ে সুকন্যা মণ্ডলকে ইডি সদর দফতরে ঢুকতে দেখা যায়, কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিলেন তিনি। উল্লেখ্য, পেশায় প্রাইমারি স্কুল শিক্ষিকা সুকন্যা মণ্ডলের ২০২০-২০২১ অর্থবর্ষের লেনদেন দেখে চমকে উঠেছে তদন্তকারী আধিকারিকরা। গত অর্থবর্ষে তার নামে লেনদেন হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ টাকা, সেই সাথে ব্যাঙ্কে প্রায় ৩ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে তাঁর নামে। অন্যদিকে দুটি সংস্থার কর্ণধার অনুব্রত কন্যা। অন্যদিকে দিল্লিতে ইডির পাশাপাশি রাজ্যে সক্রিয় সিবিআই। আজ অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিট এবং অতনু মজুমদার নামে এক প্রমোটারকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সূত্রের খবর, মলয় পিটের নামে দুটি সংস্থা রয়েছে ‘স্বাধীন ট্রাস্ট’ এবং ‘সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট’। এই দুই ট্রাস্টের অধীনেই রয়েছে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ এবং শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ। যার অন্যতম কর্ণধার মলয় পিট। এই দুই শিক্ষা প্রতিষ্ঠানে গরু পাচারের টাকাকে সাদা টাকায় রুপান্তর করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে চাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News