Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 21, 2024

নভেম্বরেই শীতের আমেজ রাজ্য জুড়ে

banner

#Pravati Sangbad Digital Desk:

নভেম্বরের শুরুতেই শীতের আগমন। উত্তুরে হাওয়ায় ক্রমশ তাপমাত্রা বাড়বে। কার্তিক মাসে হেমন্তের এই আগমনে মনোরম আবহাওয়া বইছে সারা রাজ্যে জুড়ে। আর এই মনোরম আমেজে এখন দিন কাটছে কলকাতাবাসীর। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে,  এই আবহাওয়া বিগত কিছু দিনে আরও মনোরম হতে চলেছে। এছাড়াও আরও জানা যাচ্ছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের অনুভূতি লক্ষ করা যাবে এবং ধীরে ধীরে তা দক্ষিণবঙ্গে  প্রবেশ করবে। 
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রখর ভাবে শীতের প্রভাব দেখা যাবে বঙ্গ জুড়ে। আগামি পাঁচ দিনে পারদ পতন হবে না, তাই অপেক্ষা দ্বিতীয় সপ্তাহের। আগামি চার থেকে পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ বা ২১ এর মধ্যেই থাকবে। গত এক দশকের রেকর্ড পারদ-পতনের সাক্ষী থেকেছে কলকাতাবাসী ,  তবে আপাতত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা লক্ষ করা যাচ্ছে না। সিত্রাংয়ের জের কাটতেই হিমের হাওয়ার আমেজ টের পেয়েছিল শহরবাসী, কিন্তু আবারও দুর্যোগ কেটে শিরশিরানি ফিরেছে দক্ষিণবঙ্গে। 
গত ৩০ অক্টোবর দশবছরের রেকর্ড পারদ পতনের সাক্ষী ছিল কলকাতা ।  সেদিন শহরে পারদ নেমেছিল ২০ ডিগ্রির নীচে। শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। আগামী পাঁচদিনে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না। কাল দিনের তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কাল রাতের তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময় স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কমতে শুরু করলেই শুষ্ক হিমেল ভাব আরও বেশী করে অনুভূত হবে। কাল দিনের তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কাল রাতের তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। যা এই সময় স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। যা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কমতে শুরু করলেই শুষ্ক শীতকালীন আমেজ আরও বেশী করে অনুভূত হবে। দুর্গাপুজো ও কালীপূজোয় কম-বেশি বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছে রাজ্যে। আলোর উত্‍সবের সন্ধেয় স্যাতস্যাতে হাওয়া ও বৃষ্টিও হয়েছে এই শহরে। কিন্তু তার পর দিন থেকেই ভোল বদলাতে শুরু করে আবহাওয়া। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Ranita Däs

Tags:

Related News