জগদ্ধাত্রীর সাতকাহন

banner

#Pravati Sangbad Digital Desk:

বারো মাসে তেরো পার্বণ ।আর সেই তেরো পার্বণের মধ্যে অন্যতম হলো জগদ্ধাত্রী পূজা। দীপাবলির আলোর রোশনাই শেষ হতে না হতেই মা এসে হাজির হন দোর গোড়ায়।' জগত' অর্থাৎ পৃথিবী ও 'ধাত্রী 'অর্থাৎ ধারণ করেন যিনি । অর্থাৎ বিশ্বসংসারের লালন পালন যিনি করেন তিনিই হলেন মা জগদ্ধাত্রী ।প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মা এর আরাধনা হয়। পুজোর পুষ্পাঞ্জলি, কুমারী পুজো ,মন্ত্র অনেকটাই দুর্গাপূজার ন্যায়। এই পুজো নিয়ে অনেক পুরান কথা প্রচলিত আছে। বলা হয়, যুদ্ধের সময় মহিষাসুর মা দুর্গা কে বিভ্রান্ত করার জন্য নিজের রূপ পরিবর্তন করতেন। একবার তিনি হাতের রূপ নেন ।আর দেবী দুর্গা চতুর্ভুজা রূপ নিয়ে তার শূড় কেটে দেন। দেবীর এই চতুর্ভূজা রূপকে জগদ্ধাত্রী বলা হয় ।আবার বলা হয়, মহিষাসুর বধের পর সমস্ত দেবতাদের অহ‌ংবোধ কমানোর জন্য দেবীর আবির্ভাব ।মর্তেএই পুজোর প্রচলন এর পেছনেও রয়েছে এক কাহিনী ।কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতি বছরই জাঁকজমক ভাবে দুর্গাপূজা করতেন। এক বছর তিনি সেই সময় কার নবাব আলীবর্দী খাকে ঠিক সময়ে কর দিতে না পারায় তাকে ও তার পুত্রকে বন্দী করা হয় ।এর ফলে দুর্গাপুজো না করতে পারায় তার মন ভারাক্রান্ত হয়ে পড়ে ।এরপর তিনি স্বপ্নাদেশ পান মা দুর্গাকে পুজো করতে হবে এক অন্যরূপে কার্তিক মাসের শুকুর পক্ষে নবমী তিথিতে। এরপরই কৃষ্ণচন্দ্রের হাত ধরে প্রথম বাংলায় শুরু হয় জগদ্ধাত্রী পূজা। এর পরের বছর কৃষ্ণচন্দ্রের বিশেষ বন্ধু ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন। এরপর থেকেই যুগের নিয়ম মেনে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। এখন তার পরিসর বেড়েছে ।কলকাতা বাঁকুড়া ব্যান্ডেল সহ সমগ্র বাংলাতে প্রতিবছর সূর্যের ন্যয় গাত্র বর্না চতুর্ভুজা মা এভাবেই পূজিত হয়ে চলেছেন

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIMITA SASMAL

Tags: