লকডাউনের সময়ই দুর্নীতির মহড়া চলতো বলে দাবি সিবিআইএর

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসি প্রাক্তন সভাপতি সুবিরেশ ভট্টাচার্যসহ একাধিক হেভিওয়েট ব্যক্তিত্ব। এর মধ্যে সিবিআই-র তরফ থেকে আদালতে চার্জশিট পেশ করা হয়েছে, তবে সেখানে উল্লেখ নেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। অন্যদিকে চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে সিবিআই। সূত্রের খবর, কোভিডের সময় সমস্ত ধরনের দুর্নীতির কারবার করেছে তাঁরা। ঠিক সেই সময় যখন গোটা দেশের পাশাপাশি রাজ্যের মানুষ ভয়ে বাড়ি বন্দী, সেই সময় কিভাবে বেআইনি পথে নিয়োগ করা যায় তার প্ল্যান তৈরি করেছে এই সমস্ত হেভিওয়েটরা। সেই সময়ই স্কুল সার্ভিস কমিশনে ভুয়ো রেকমেন্ডেশন লেটার তৈরির কাজও চলেছে বলেই জানিয়েছে সিবিআই। শুধু তাই নয়, সূত্রের খবর, ওএমআর শিটে কিভাবে নম্বর বাড়ানো যায় এবং ইন্টারভিউ নিয়ে নম্বর বাড়ানোর মতো কাজও হয়েছে সেই সময়ই। সিবিআই অবশ্য সুবিরেশ ভট্টাচার্যকেই প্রধান মাথা হিসাবে চিহ্নিত করেছে। তবে অনেকের মনেই প্রশ্ন, সেই সময় রাজ্যে শিক্ষা মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তাহলে চার্জশিটে তার নাম নেই কেন। এ ব্যপারে সিবিআই-র আইনজীবী জানিয়েছেন, এখনও চার্জশিট জমা দেওয়া বাকি, পরের চার্জশিটে হয়তো নাম থাকতেও পারে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীর। আরও জানা গিয়েছে, যে বিশেষ সংস্থা ওএমআর শিট স্ক্যান করে নম্বর দেওয়ার কাজ করতো, তাঁরা একটি কপি পাঠিয়েছিল সুবিরেশ ভট্টাচার্যের কাছে, যদিও আইনত সেটি করা যায় না। তবে এখনও পর্যন্ত সেই কপি সিবিআই-র হাতে এসে পৌঁছায়নি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News