#Pravati Sangbad Digital Desk:
লটারি মামলায় নতুন বিস্ফোরক তথ্য সিবিআই এর হাতে। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে অনুব্রত মণ্ডল জিতেছিলেন এক কোটি টাকা। সেই টাকার হিসাব নিতেই তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। অন্যদিকে গরু পাচার মামলায় তথ্য প্রমাণ জোগাড় করতে মাঠে নেমেছে দুই কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই। সূত্রের খবর, এই প্রথম নয় এর আগেও তিনবার অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে একাধিক টাকা। সূত্রের খবর, সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে প্রথম দফায় ঢুকেছে ২৫ লক্ষ টাকা এবং তারপরে এসেছে ২৬ লক্ষ টাকা। শুধু তাই নয়, ২০১৯ সালে অনুব্রত মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে ১০ লক্ষ টাকা। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে। বর্তমানে অনুব্রত মণ্ডল এখন আসানসোল বিশেষ সংশোধনাগারে বন্দি। গত জানুয়ারি মাসে মাত্র ৬ টাকার বিনিময়ে পেয়েছিলেন ১ কোটি টাকা। কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে এখন সেই টাকা। লটারি এজেন্সির মালিক থেকে শুরু করে ডিলার সবাকেই তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। কোনোভাবে গরু পাচারের টাকা ওই অ্যাকাউন্টে ঢুকেছে কিনা বাকি কালো টাকা সাদা করতেই লটারির পর্দা সেটাই খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।