Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

এবার দরিদ্রদের জন্য নতুন আইন

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

এসসি,এসটি, ওবিসি কোনো কাস্ট নয় ,বরং এবার সংরক্ষণের নতুন রাস্তা খুললো দরিদ্রদের জন্য, যারা হতে পারে কোন নির্দিষ্ট সম্প্রদায়ভুক্ত অথবা সাধারণ শ্রেণীর কোন মানুষ। ২০১৯ এ১০ শতাংশ সংরক্ষণের বিল পাস হয়েছিল সর্বসম্মতি ক্রমে সংসদের দুই কক্ষে। এই সংরক্ষণের নিয়মে বলা হয়েছে ,অর্থনৈতিকভাবে দুর্বল অসংরক্ষিত শ্রেণী (ই ড ব্লিউ এস )এর জন্য সরকারি চাকরি ও কলেজে ভর্তির ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের পক্ষে রায় রয়েছে। যে কোন সম্প্রদায়ভুক্ত ও সাধারণ শ্রেণীর মানুষেরা এই সুযোগ পেতে পারেন। তবে এর জন্য কয়েকটি নির্দিষ্ট বাধ্যতামূলক শর্ত রয়েছে, যেমন- নিজের ও পরিবারের সম্মিলিত আয় বার্ষিক ৮ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না ।এই রোজগারের মধ্যে পড়ছে কৃষি এবং ব্যবসা ও।৫ একরের বেশি কৃষি জমি থাকা চলবেনা।ফ্ল্যাট থাকলে তা ২০০ বর্গমিটারের বেশি জায়গা জুড়ে হওয়া যাবেনা। যদি ২০০ বর্গমিটারের বেশি হয় তাহলে তা পৌরসভার অধীনে আসা চলবে না ।এই সমস্ত শর্ত পূরণ করেই একমাত্র সংরক্ষণের আবেদন করা যাবে ।এর আওতায় আসতে গেলে ইনকাম এন্ড অ্যাসেট সার্টিফিকেট দাখিল করতে হবে ।তহশিলদার এর উপরের স্তরের গেজেটেট অফিসার কে সেই সার্টিফিকেট দিতে হবে, যার মেয়াদ হবে এক বছরের। প্রতি বছর এই সার্টিফিকেটের নবীকরণ করাতে হবে।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News