Flash News
Monday, September 22, 2025

মনের জোর দেখিয়েই কিস্তিমাত করলেন পিয়াসা।

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

স্টিফেন হকিং বলেছেন," সাফল্যের পথে প্রতিবন্ধকতা কখনোই যেন বাধা না হয়ে দাঁড়ায়"। প্রতিবন্ধকতা শুধুমাত্র একটা শব্দ যা কোনো মানুষকে আটকে রাখতে পারেনা । সাফল্যের জন্য সব সময় শারীরিক বল না বরং মনের জোর ই হলো আসল কথা। একথা হাতেনাতে প্রমাণ করে দিয়েছেন নদীয়ার শান্তিপুরের মেয়ে পিয়াসা মহলদার। বাংলায় স্নাতকোত্তর পিয়াসা এবছর প্রথমবার বসেছিল নেট পরীক্ষায় এবং তাতে ৯৯.৩১% নাম্বার পেয়েছে সে। ফলে কলেজ এ সহকারী অধ্যাপিকা হিসেবে যোগ দিতে পারবে সে। শান্তিপুর পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের পটেশ্বরী লেনে পিয়াসা মহালদার কে সবাই এক ডাকে চেনে ।আর এই পরিচয় সে শুধুমাত্র তৈরি করেছে তার মনের জোর দিয়ে। মনের জোর থাকলে সবই হয়। বছর ২৫ এর পিয়াসার উচ্চতা সাড়ে তিন ফুট মত। কোনদিনই সে হাঁটতে পারে না ।বিছানাতে শুয়ে পড়াশোনা করে আর স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে।

পড়াশোনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এর গণ্ডি পেরিয়ে এবার নেট পরীক্ষায় সে পাস করেছে ।অত্যন্ত আনন্দের সাথে সে জানিয়েছে," এবার আমি সহকারী অধ্যাপিকা হিসেবে যোগ দিতে পারব, আমি খুব খুশি"। পিয়াসার বাবা উত্তম মহলদার কলকাতা পুলিশের এএসআই এবং মা সুপ্রিয়া মহালদার গৃহবধূ ।এছাড়াও পিয়াসার ভাই প্রত্যুষ রয়েছে যে খুবই দিদি অন্ত প্রাণ ।পড়াশোনার ক্ষেত্রে দিদির কাছ থেকে অনেক সাহায্য নেয় সে। পিয়াসা কে তার সব দৈনন্দিন কাজকর্মের জন্য মা-বাবার উপর নির্ভরশীল থাকতে হয়। কিন্তু স্বপ্ন পূরণের দিকে তার এই পথ চলাতে গর্বিত ও খুশি তার পরিবারের সবাই।।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

জেলা
Related News