Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

যে কয়েকটি জিনিস গুগলে ভুলেও সার্চ করবেন না

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

গুগল খুব কাজের। সঠিক তথ্য মিনিটের মধ্যে জানা যায়।গুগলকে যে কোনও তথ্যের জন্য লাইব্রেরি হিসেবে বিবেচনা করা যায়। কিন্তু আপনি যদি ভাবেন হিস্ট্রি সার্চ করে ডিলিট করেছেন কেউ জানছে না তাহলে ভুল ভাবছেন৷ গুগলের নিজস্ব টিম রয়েছে যারা নিয়মিত নজর রাখেন কোথা থেকে কি সার্চ হচ্ছে৷ তবে কিছু কিছু জিনিসের ব্যাপারে নজর রাখা জরুরি যেমন ব্যাঙ্কের ওয়েবসাইট সবসময়ে সঠিক ইউআরএল টাইপ করে খুলতে হয়। গুগলে সার্চ করে ব্যাঙ্কের ওয়েবসাইট খোলা কখনোই নিরাপদ নয়। প্রতারকরা অনেক সময় ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রতিলিপির মতো একটি নকল ওয়েবসাইট বানিয়ে রাখে। সেখানে গিয়ে সমস্ত তথ্য দিয়ে লগ ইন করতে গেলেই তারা আইডি, পাসওয়ার্ড পেয়ে যায়। তারপর অ্যাকাউন্ট থেকে সর্বস্ব হাতিয়ে নেয়।

অনেকেই অ্যাডাল্ট কন্টেন্ট বা পর্নোগ্রাফি সার্চ করেন গুগলে। এটি খুবই বিপজ্জনক। বিশেষ করে চাইল্ড পর্নোগ্রাফি সার্চ করা বা এই সম্পর্কিত কিছু শেয়ার করা অপরাধ। আপনি যদি এটি সার্চ করেন তাহলে গুগলে নিয়ম ও আইন লঙ্ঘনের জন্য আপনার বিরুদ্ধে মামলা করতে পারে। গুগল সার্চ করে কোনও অজানা ওয়েবসাইট থেকে অ্যাপ ও সফটওয়্যার ইনস্টল করতে নেই। অজানা এপিকে ফাইল ডাউনলোড করা বেশ ঝুঁকিপূর্ণ একটি বিষয়। অ্যাপের রূপে ফোনে ঢুকে পড়তে পারে ম্যালওয়্যার। ফোন স্লো হয়ে যাবে। সেই সঙ্গে আপনার ব্যক্তিগত তথ্যও হাতিয়ে নেওয়া হতে পারে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সোশ্যাল মিডিয়া
Related News