বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত

banner

#Pravati Sangbad Digital Desk:

কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলছে হালকা শীতের আমেজ। তেমনভাবে পারদ পতন না হলেও মনোরম আবহাওয়া রয়েছে রাজ্যে। তবে এর মধ্যেই এবার দুঃসংবাদ। চলতি সপ্তাহেই তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি। ফলে চলতি সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর জেরে শীত প্রবেশে বাধাপ্রাপ্ত হবে কিনা, সেই নিয়েই চিন্তায় শীতপ্রেমী বাঙালি। কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন প্রধানত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের বা রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। আগামী পাঁচ দিন কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি থাকবে। রাতের তাপমাত্রা সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলিসিয়াস।তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ৭ ও ৮ নভেম্বর হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রার ও কোন পরিবর্তন হবে নাআগামী ১২ নভেম্বরের পর তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। অর্থাৎ নতুন সপ্তাহের শেষ দিক থেকে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে।

তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গেও এর প্রভাবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আবহবিদরা। তাঁরা জানিয়েছেন, দক্ষিণের এই নিম্নচাপ যদি শক্তিশালী হয়, তবে বাংলায় তাপমাত্রার কিছুটা পরিবর্তন হতে পারে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। শীত না পড়লেও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শীতের আমেজ রয়েছে। ভোরের দিকে ঠান্ডা হাওয়া এবং কোথাও কোথাও কুয়াশাও দেখা যাচ্ছে। বেলা বাড়লে অবশ্য শীতের আমেজ কাটিয়ে উঠছে চড়া রোদ। ঘূর্ণাবর্তের জেরে এই তাপমাত্রায় পরিবর্তন হতে পারে, জানিয়েছে হাওয়া অফিস।
#Source: online/Digital/Social Media News   # Representative Image





#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News