সাইবার আক্রমণ থেকে বাঁচতে ব্যবহার করুন এই ৫ টি কৌশল

banner

#Pravati Sangbad Digital Desk:

স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সিংহভাগই ‘গুগল ক্রোম ওয়েব ব্রাউজার’ ব্যবহার করে থাকেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সার্চ ইঞ্জিন ব্যবহার করার সময় বেশ কিছু ভুলের কারণে যে কোনো ব্যক্তি হতে পারেন সাইবার আক্রমণের শিকার। তাই ‘ক্রোম ব্রাউজার’ ব্যবহার করার সময় ৫টি সর্তকতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।
✓ গুগল অ্যাকাউন্ট ব্যবহার করার সময় একটি জটিল পাসওয়ার্ড নির্মাণ করা অত্যন্ত প্রয়োজন। অনেকেই সহজে পাসওয়ার্ড মনে রাখার জন্য অতি সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। যার ফলে হ্যাকাররা সহজেই গুগল অ্যাকাউন্ট এর তথা ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে। তাই ছোট বড় বিভিন্ন অক্ষর ব্যবহার করে এমন একটি পাসওয়ার্ড নির্মাণ করতে হবে যা কল্পনাতীত হয়।
✓ গুগল অ্যাকাউন্ট ব্যবহার করার সময় ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ চালু রাখাও অত্যন্ত জরুরি। এই সেটিংটি চালু থাকলে হ্যাকাররা সহজে ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিতে পারবে না। পাশাপাশি অন্য কোনো ব্যক্তি ওই গুগল অ্যাকাউন্টটি নিজের ডিভাইসে ব্যবহার করতে চাইলে আসল ব্যবহারকারীর কাছে একটি নোটিফিকেশন পৌঁছাবে। যার ফলে ব্যবহারকারী সতর্ক হয়ে যেতে পারেন।
✓ ইন্টারনেট থেকে বেশ কিছু সফটওয়্যার এবং ফাইল ডাউনলোড করার সময় ক্রোম ব্রাউজার একটি সতর্কতামূলক বার্তা প্রদান করে থাকে। তাই এই ধরনের কোনো কিছু ডাউনলোড করার সময় তা সম্পর্কে সঠিক তথ্য জেনে নেওয়াটাই শ্রেয়।
✓ অজানা অ্যাপ, ব্রাউজার এক্সটেনশন থেকে দূরে থাকুন। এগুলো আপনার অজান্তের ফোনের স্ক্রিন রেকর্ডিং, এসএমএস রিড করার মতো প্রাইভেসি ব্রিচ করতে পারে। অজানা, সন্দেহজনক ওয়েবসাইট না খোলাই ভালো।
✓ সাইবার আক্রমণ থেকে রক্ষা পেতে ক্রোম ব্রাউজারকে সর্বদা আপডেটেড রাখা অত্যন্ত প্রয়োজনীয়। ক্রোম প্রতিমাসেই তাদের পলিসিকে এবং সুরক্ষা বিধিকে উন্নত থেকে উন্নততর করে থাকে। যা এক একটি আপডেট এর মাধ্যমে ব্যবহারকারী গ্রহণ করে থাকে। প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারি থেকে উইন্ডোজ ৭ এবং ৮-এ ক্রোম সাপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। তাই সময় থাকতে নতুন অপারেটিং সিস্টেম‌ও আপগ্রেড করা বাধ্যতামূলক।
এই পাঁচটি বিষয় নজরে রাখলে একজন ব্যবহারকারী অত্যন্ত সুরক্ষিত পদ্ধতিতে সার্চ ইঞ্জিন এবং ক্রোম ব্রাউজার উভয়‌ই ব্যবহার করতে পারবেন। যার মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Tags: