Flash News
Monday, September 22, 2025

"বলিউডের কোন অভিনেত্রী সঞ্জীব কুমারের প্রেমে চিরকুমারী জানেন কি?"

banner

journalist Name : Sumu Sarkar

#Pravati Sangbad Digital Desk::

বলিউডের নামী অভিনেতা সঞ্জীব কুমার নিজের সময়ের অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে একজন ছিলেন। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন দর্শকদের খুব প্রিয়। তবে তাঁর সিনেমার মতোই রঙিন ছিল তাঁর ব্যক্তিগত জীবনও এটা বলাই যায়। অভিনেতার প্রেমজীবন নিয়ে অনুরাগীদের মধ্যে কম চর্চা হয়নি।
তবে আপনারা জানেন কি, সঞ্জীব কুমারকে ভালোবেসে বলিউডের এক নামী নায়িকা চিরকাল অবিবাহিতই থেকে গিয়েছেন। বলিপাড়ার এই সুন্দরী অভিনেত্রী শপথ নিয়েছিলেন, বিয়ে করলে অভিনেতাকেই করবেন, নাহলে করবেন না। আর ঠিক সেই কারণেই সঞ্জীব কুমারকে না পেয়ে চিরকাল কুমারী থেকে গিয়েছেন সেই নায়িকা। বলিউডের কোন অভিনেত্রীর বিষয়ে বলা হচ্ছে জানেন কি?
সঞ্জীব কুমারের প্রেমে পাগল সেই অভিনেত্রী হলেন, বিজয়েতা পণ্ডিতের বোন সুলক্ষণা পণ্ডিত। ১৯৭৫ সালে সঞ্জীব কুমারের বিপরীতেই 'উলঝন' ছবির মাধ্যমে বলিউড ডেবিউ হয়েছিল অভিনেত্রীর। এরপর থেকে কাজ করেছেন বলিপাড়ার বহু নামী অভিনেতার সঙ্গে। সেই তালিকায় নাম রয়েছে জীতেন্দ্র, রাজেশ খান্না, বিনোদ খান্না, শশী কাপুর, শত্রুঘ্ন সিনহার মতো অভিনেতাদের।
কিন্তু সুলক্ষণা ভালোবেসে ফেলেছিলেন সঞ্জীব কুমারকে। কিন্তু অভিনেতা আগে থেকেই বলি সুন্দরী হেমা মালিনীর প্রেমে পাগোল ছিলেন। তিনি হেমাকে দু'বার বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী দু'বারই সেই প্রস্তাব ফিরিয়ে দেন। শোনা যায়, এরপর ডিপ্রেশনে চলে গিয়েছিলেন সঞ্জীব এবং তখনই তিনি ঠিক করেছিলেন, জীবনে কোনোদিন তিনি বিয়ে করবেন না।
অপরদিকে সঞ্জীবের এই শপথের বড় প্রভাব সুলক্ষণার জীবনের ওপরও পড়েছিল। কারণ অভিনেত্রীও ঠিক করে ফেলেছিলেন, বিয়ে করলে তিনি সঞ্জীবকেই করবেন, আর নাহলে কোনোদিন বিয়েই করবেন না। আর ঠিক তাই হয়েছিল।
প্রসঙ্গত, ১৯৮৫ সালে মাত্র ৪৭ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন সঞ্জীব কুমার। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা। অপরদিকে সঞ্জীব কুমারের ভালোবাসায় এখনও অবিবাহিতই রয়ে গিয়েছেন সুলক্ষণা। একা একাই এখন জীবন কাটাচ্ছেন অভিনেত্রী।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News