মিষ্টির হাঁড়ি নিয়ে ধর্নামঞ্চের সামনে হাজির বিমান বসু, দিলেন পাশে থাকার বার্তা

banner

#Pravati Sangbad Digital Desk :

এক বছর হয়েছে অনেকদিন আগেই, আজ ৫৭০ দিনে পড়লো তাদের আন্দোলন। রাজ্যে যোগ্য এসএসসি চকারি প্রার্থীদের পরিণতি এমনটাই। গতকাল দেশ জুড়ে যখন পালিত হচ্ছে বিজয়া দশমী ঠিক তখনও তারা বসে রয়েছেন গান্ধী মূর্তির পাদদেশে। দাবি একটাই, “তাদের ন্যায্য চাকরি চাই”। সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একটু হলেও আশার আলো দেখেছে তারা। দুর্নীতির মূল অভিযুক্তরা একে একে জেলে ধুকেছে। আদালত নির্দেশ দিয়েছে, প্রয়োজনে অতিরিক্ত পদ তৈরি করে যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল করতে হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আন্দোলনকারীদের উদ্দেশ্যে জানিয়েছেন পুজোর সময় বাড়ি যাওয়ার জন্য, কিন্তু শুধু কথায় কি আর চিরে ভেজে। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হচ্ছে ততদিন তারা ধর্না মঞ্চ ছেড়ে যাবেন না।


 আর এবার গতকাল বিজয়া দশমীর দিনে ধর্না মঞ্চে যোগ্য প্রার্থীদের সাথে দেখা করতে গেলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু, হাতে ছিল মিষ্টির হাঁড়ি। এদিন তিনি প্রার্থীদের সাথে দেখা করে বলেন, “আমরা তোমাদের পাশে আছি। সকলের চাকরি হবে, একটু সময় লাগছে”। এর আগে নবমীর দিনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলনকারী প্রার্থীদের সাথে দেখা করতে গিয়েছিলেন ধর্না মঞ্চে, সাথে ছিলেন শঙ্কুদেব পাণ্ডা। অন্যদিকে কলকাতা হাইকোর্ট সিবিআইএর রিপোর্ট দেখে অযোগ্য প্রার্থীদের কাছে অনুরোধ জানিয়েছেন নিজে থেকে চাকরি ছেড়ে দেওয়ার। সেই সাথে বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেছেন, “যদি আগামী ৯ই নভেম্বরের মধ্যে অযোগ্য প্রার্থীরা নিজে থেকে চাকরিতে ইস্তফা না দেয় তাহলে আইননুগ কড়া ব্যবস্থা গ্রহণ করবে আদালত”।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News