Flash News
Monday, September 22, 2025

সলমন : " চিরঞ্জীবির প্রতি আমার ভালোবাসা কে কিনতে এসেছ? গেট লস্ট!" কেন রেগে গেলেন ?

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital desk:

কিছুদিন আগেই ট্রেলার রিলিজ করেছে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবি আর বলিউড অভিনেতা সলমন খানের মিলিত ছবি 'গড ফাদার ' এর ট্রেলার। এই ফিল্মটি আসলে অনুপ্রাণিত মালায়ালাম ছবি লুসিফার থেকে, যার মধ্যে অভাবনীয় অভিনয় করেন মোহনলাল! তার ই তামিল রিমেক এটি।

ছবির ডিরেক্টর মোহন রাজা ফিল্ম নিয়ে আলোচনা করতে গিয়ে সলমন খান কে ফিল্মে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে ফেলেন, তখনই চিরঞ্জীবি তাঁকে আশ্বস্ত করেন যে তিনি কথা বলবেন সলমনের সঙ্গে। সলমন খানকে তিনি ম্যাসেজ করেন এই বলে যে, একটি ছোট্ট রোল আছে তবে সম্মানীয় তাঁর ফিল্মে , তিনি তাতে অভিনয় করবেন কী না, মাত্র ২- ৩ মিনিটেই খান রিপ্লাই দেন , " অবশ্যই করব । আপনি কাউকে পাঠান গল্পটা ব্রিফ করতে।" এরপর‌ই চিরঞ্জীবির পুত্র সুপারস্টার রাম চরণ , যিনি কিছু দিন আগেই ' আর আর আর ' র জন্য জগৎজোড়া নাম করেছেন , যিনি এই ফিল্মের প্রোডিউসার ও , নিজে দেখা করতে যান সলমনের সঙ্গে। সলমন তাঁর কাছ থেকেই ফিল্মের গল্প শোনেন ও তৎক্ষণাৎ রাজি হয়ে যান। তাঁকে এরপর টাকার কথা বললে তিনি ছদ্ম রাগান্বিত হয়ে বলেন, " চিরঞ্জীবির প্রতি ভালোবাসা কেনা যাবে‌ না টাকা দিয়ে। গেট লস্ট! " অর্থাৎ তিনি কোনোরকম টাকা না নিয়ে ই ফিল্মটি সাইন করেছেন।

তাঁদের একসঙ্গে কেমিস্ট্রি দেখে অনেকেই উচ্ছসিত। সাউথ আর বলিউডের মিশ্রণ যে নতুন ফর্মুলা হিসেবে দেখা দিয়েছে তা বলাই বাহুল্য। এবার দেখা যাক, এই ফিল্মটি সেই সম্ভাবনা কে কতটা প্রশ্রয় দেয়!
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব চলচ্চিত্র বিনোদন
Related News