Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বেড়াতে গিয়েও তোলা যাবে না কোনোরকম ছবি! কোন্ স্থানগুলিতে নিষিদ্ধ ক্যামেরার ব্যবহার?

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

জন্মলগ্ন থেকেই বাঙালি ভ্রমণ রসিক। আর বেড়াতে গিয়ে সুন্দর মূহুর্তগুলি ক্যামেরাবন্দি করার একটা আলাদাই মর্যাদা। প্রযুক্তির অভূতপূর্ব উন্নতিতে বর্তমানে প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন। আর সোশ্যাল মিডিয়ার যুগে এখন ট্রেন্ড টপিক 'সেলফি'। কিন্তু দেশে বিদেশের বিভিন্ন ভ্রমনস্থানে রয়েছে বিভিন্ন নিয়ম-কানুন। আর তার মধ্যে অসংখ্য স্থানে রয়েছে ছবি তোলায় নিষেধাজ্ঞা। আর সেই নিষেধাজ্ঞার বেড়াজাল টপকে ছবি তুলতে গেলে হতে পারেন আইনি জটিলতার শিকার। কিন্তু ঠিক কোন দর্শনীয় স্থান গুলিতে রয়েছে সেলফি (ছবি) -তে নিষেধাজ্ঞা?
• পুরীর জগন্নাথ মন্দির : কথাতে আছে বাঙালি মানেই 'দীপুদা'। অর্থাৎ দিঘা, পুরি এবং দার্জিলিং। আর এমন কোনো বাঙালীকে হয়তো খুঁজেই পাওয়া যাবে না যে একবারও পুরীতে যাননি। কিন্তু জানলে অবাক হবেন পুরীর জগন্নাথ মন্দিরে ক্যামেরা থেকে স্মার্টফোন সমস্ত কিছুই নিষিদ্ধ। মন্দিরে প্রবেশের আগে সমস্ত কিছু নিজ দায়িত্বে রেখে যেতে হয়। আরে বিনা অনুমতিতে ক্যামেরা সহ প্রবেশে হতে পারেন আইনি জটিলতার স্বীকার।
• দিল্লির তাজমহল : তাজমহলের সাথে জড়িয়ে রয়েছে ভারতীয়দের আলাদা রকমের‌ই এক আবেগ। দেশে-বিদেশের বহু মানুষ প্রতিদিন ভিড় করেন তাজমহলের সামনে। তাজমহলের চকচকে মার্বেলে অস্তগামী সূর্যের লাল কিরণ পড়লে তা অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করে। কিন্তু এখানেও রয়েছে ছবি তোলায় নিষেধাজ্ঞা। বিনা অনুমতিতে তোলা যাবে না কোনোরকম ছবি। ক্যামেরা সহ ধরা পড়লে হতে পারে বড় অঙ্কের ফাইন।
• প্যারিসের আইফেল টাওয়ার : জগৎজোড়া নাম প্যারিসে অবস্থিত 'আইফেল টাওয়ার' এর। রাতের অন্ধকারে অপরূপ আলোয় সজ্জিত এই সৌধ দেখতে ভিড় জমান বিশ্বের নানান প্রান্তের মানুষজন। যদিও এখানকার চিত্রগুলি ক্যামেরাবন্দি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
• সিস্টিন চ্যাপেল, ভ্যাটিকেন সিটি : এখানে প্রবেশের সাথে সাথেই দর্শনার্থীকে ছবি তুলতে নিষেধ করা হয়। যদিও এই দর্শনীয় স্থানটির সমগ্র অঞ্চল জুড়ে রয়েছে বিশেষ ধরনের এলার্ম। ভুলবশত ছবি তুললেও মূহূর্তের মধ্যে বেজে উঠবে সমস্ত এমার্জেন্সি এলার্ম গুলি। যার জেরে চরম রোষের মুখে পড়তে হতে পারে ফোটোগ্রাফার-কে।
• টেক্সাসের দ্য অ্যালামো : এই অঞ্চলটি হয়তো অনেকেরই পরিচিত। টেক্সাসের দ্য অ্যালামো জায়গাটির রয়েছে একটি আলাদাই ঐতিহ্য। মনে করা হয় এই অঞ্চলটি অত্যন্ত পবিত্র যা টেক্সাস এর ইতিহাসের বিবরণ দেয়। বাইরে থেকে ছবি তোলা গেলেও ক্যামেরাসহ প্রবেশ করা যায় না অন্দরে। কড়া নিরাপত্তায় রয়েছেন একাধিক প্রহরী।
• ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার অ্যাবে : বিশ্বের সবচেয়ে উন্নত পরিকাঠামো গুলির মধ্যে এটি অন্যতম। ঝাঁ চকচকে এই চার্চ টি দর্শন করতে প্রতিদিন হয় অসংখ্য মানুষের আনাগোনা। তবে লন্ডনের এই চার্চটিতে ছবি তোলার উপরে রয়েছে কড়া নিষেধাজ্ঞা। এখানে ছবি তুললে হতে পারে বিরাট অঙ্কের জরিমানাও। উপরের এই ৬ টি দর্শনীয় স্থানে ছবি তোলার উপরে রয়েছে কড়া নিষেধাজ্ঞা। বিভিন্ন মুভির শুটিং অথবা সাংবাদিকদের ক্ষেত্রে ছবি তোলার অনুমতি থাকলেও, দর্শনার্থীদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তাই এই স্থানগুলিতে ভুলেও সাথে করে নিয়ে যাবেন না নিজের ক্যামেরাটিকে। অন্যথায় হতে পারেন বিভিন্ন সমস্যার শিকার।

#Source: online/Digital/Social Media News   # Representative Image


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পর্যটন
Related News