Flash News
Monday, September 22, 2025

১৯ মাস পরে নতুন রুপে খুলে গেল হাওড়া স্টেশনের জন আহার

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

 দীর্ঘ ১৯ মাস পরে হাওড়া স্টেশনে আবারও চালু হল জন আহার। ইদানিং ভারতীয় রেল যাত্রীদের কথা মাথায় রেখে উন্নত ব্যবস্থা দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে। ধীরে ধীরে বেসরকারি সংস্থার হাতে যেতে শুরু করেছে ভারতীয় রেল। রেলের দাবি, বেসরারকি সংস্থার হাত ধরে লাভের মুখ দেখবে রেল, পাশাপাশি মিলবে উন্নত পরিষেবা। এবার রেলের বেসরকারি সংস্থা আইআরসিটিসি-র হাত ধরেই দীর্ঘ ১৯ মাস পরে হাওড়া স্টেশনে খুলে গেল জন আহার। সকাল থেকে রাত, দিনের ভাত থেকে রাতের রুটি, তাছাড়া মুখরোচক খাবারও মিলবে এই নতুন জন আহারে। করোনার পরে অবশ্য ২০২১ সালে খুলেছিল জন আহার, কিন্তু যাত্রী সুবিধার জন্য কিছুটা বেশি জায়গা দরকার পরে সংস্থার। ঠিক সেই সময় ২ কোটি ৮০ লক্ষ টাকা দাবি করে আইআরসিটিসি। তারপরেই জন আহারের দায়িত্ব ছেড়ে দেয় পুরনো সেই সংস্থা। পরে আবার আইআরসিটিসি পুনরায় টেন্ডার ডাকে জন আহার চালু করার জন্য। তারপরেই খুলে যায় জন আহার। নতুন রুপে জন আহার পেয়ে খুশি নিত্য যাত্রী থেকে শুরু করে কাজের সূত্রে হাওড়া স্টেশনে আসা সকলেই। রেল সূত্রে খবর, ভারতীয় রেল এবং আইআরসিটিসি-র ৪০ শতাংশ এবং ৬০ শতাংশ শেয়ারে পুনরায় চালু হয়েছে জন আহার।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

জেলা
Related News