পর্বত ভ্রমণে গিয়ে নিখোঁজ ৪ বাঙালি পর্যটক

banner

#Pravati Sangbad Digital Desk:

ছোটো একটা দল৷ চারজনেরই নেশা ভ্রমণ৷ সেই মতো সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে৷ ৮ অগাস্ট তার ব্যতিক্রম হয়নি৷ এদিন কলকাতা থেকে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চার ব্যক্তি৷ এবারের লক্ষ্য ছিল হিমাচল প্রদেশের মাউন্ট আলি রত্নি টিব্বা৷ তাই ২২ অগাস্ট মানালি থেকে যাত্রা শুরু করেন তাঁরা৷ সেদিন তাঁরা ছিলেন জারি ও ফোর্থ ব্রিজে৷ সেখান থেকে ২৩ অগাস্ট ৩৬০০ মিটারে থাকা ফোর্থ ব্রিজের বেস ক্যাম্প ছিলেন চার পর্বতারোহী৷ এরপর সেখান থেকে অনেকটা উপরে গিয়ে গত ১ সেপ্টেম্বর ফের বেস ক্যাম্পে নেমে আসেন কলকাতার চার ভ্রমণ পিপাসুরা। সেখান থেকে ৩ সেপ্টেম্বর ৪৭০০ মিটার উচ্চতায় থাকা সামিট ক্যাম্পে পা রাখেন অভিজিৎ বণিক, চিন্ময় মণ্ডল, দিবস দাস ও বিনয় দাস৷ ৪ সেপ্টেম্বর চারজন সামিট ক্যাম্পেই বিশ্রাম নিয়েছিলেন৷ সেই পর্ব মিটিয়ে ৫ ও ৬ সেপ্টেম্বর ফের যাত্রা শুরু করেন চার পর্বত আরোহীরা৷ কিন্তু গত ৭ সেপ্টেম্বর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে৷ নিখোঁজদের পরিবার সূত্রে জানা গিয়েছে, এবার অভিজিৎ বণিক, চিন্ময় মণ্ডল, দিবস দাস ও বিনয় দাসের লক্ষ্য ছিল হিমাচল প্রদেশের মাউন্ট আলি রত্নি টিব্বা৷ যার উচ্চতা ৫৪৫৮ মিটার৷ তাঁদের সঙ্গে ছিলেন আরও দুই সঙ্গী ও এক রাঁধুনি৷ এই চারজন না ফেরায় চিন্তায় পড়ে যান দলের বাকি সদস্যরা৷ তাঁরাই বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান৷ শুক্রবার ওই পর্বতারোহীদের খোঁজে একটি উদ্ধারকারী দল রওনা হয়েছে আলি রত্নি টিব্বায়৷ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের সঙ্গেও৷ দলের বাকি সদস্যদের থেকে ফোন করে তাঁদের নিখোঁজের খবর পেয়ে চিন্তায় পড়েছেন পরিবারও৷


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sumu Sarkar

Related News