Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 7, 2024

"মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার খবর"

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।মহালয়া থেকে পুজো শুরু, বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে । তাই পুজোর চারদিন ঘুরতে বেরোনো বৃষ্টির ফলে মাটি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। কিন্তু শুক্রবার, পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবা নেই মুর্শিদাবাদে। বরং তুলনায় গরম বাড়বে। ভোগাবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। শুক্রবারের  মুর্শিদাবাদের সামগ্রিক আবহাওয়া জেনে নিন বিশদে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। কখনও আংশিক মেঘলা আকার ধারণ করতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই সেখানে। যদি হয়, তা কয়েক ফোঁটাতেই সীমাবদ্ধ থাকবে। তবে বৃষ্টি না হওয়াতে গরম বাড়বে। তাই পুজোয় ঘুরতে বেরিয়ে হাসফাঁস অবস্থা হতে পারে। শুক্রবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। জেলায় সকালে আর্দ্রতার হার থাকবে ৬৯ শতাংশের মতো। রাতের দিকেও আর্দ্রতার হার ৮০ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
সর্বোচ্চ তাপমাত্রা- ৩৫ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৭ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আর্দ্রতা- ৮৪ শতাংশ
সামগ্রিক আবহাওয়া- বৃষ্টির সম্ভাবনা নেই
সূর্যোদয়- সকাল ৫টা বেজে ২৮ মিনিট 
সূর্যাস্ত- বিকেল ৫টা বেজে ২৫ মিনিট

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sumu Sarkar

Related News